দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হনুমান জয়ন্তীতে সম্প্রীতির বার্তা দিতে শহরের পথে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পাশাপাশি নিরাপত্তা খতিয়ে দেখতে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সকালে সম্প্রীতি রক্ষার্থে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। যান একবালপুর এলাকাতেও। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারীকদের সঙ্গেও কথা বলেন তিনি।
এরপর সেথান থেকে তিনি যাবেন মোমিনপুর ও হাওড়ার বিভিন্ন এলাকায়।এদিন কলকাতা লাগোয়া লেক টাউনে যান রাজ্যপাল। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, পুজো দেন হনুমান মন্দিরে। চড়া রোদ মাথায় করে এর পর তিনি চলে যান কলকাতার আরেক শহরতলি ইকবালপুরে। সেখানেও সাধারণ মানুষের সঙ্গে মিশে যান তিনি। ইকবালপুর থেকে তিনি আসেন মধ্য কলকাতায় কালাকার স্ট্রিটে। শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা দেন। কালাকার স্ট্রিটে হনুমান মন্দিরে পুজোও দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, নববর্ষে বাংলা শান্তি ও সম্প্রীতির নতুন যুগে প্রবেশ করবে। আসল কথা একটাই, ঈশ্বর – আল্লা তেরো নাম/ সবকো সম্মতি দে ভগবান। ঝান্ডা উঁচা রহে হামারা।রাজ্যে ৩ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। কলকাতা শহরের জোড়াবাগান-গার্ডেনরিচ, চারু মার্কেট, একবালপুর, হেস্টিংস-সহ ৬ জায়গায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি এলাকায় ১ সেকশন করে বাহিনীর টহল চলছে। এছাড়া, হাওড়া, পোস্তা-সহ একাধিক এলাকায় মোতায়েন হয়েছে বাহিনী। বিভিন্ন প্রান্তের মিছিল হওয়ার কথা রয়েছে। সেখানও নিরাপত্তা আঁটসাট। রাজ্য পুলিশের সঙ্গে রুট মার্চ করছে আধা সামরিক বাহিনীর জওয়ানরা।