Breaking News

মুখ্যসচিবকে রাজভবনে জরুরি তলব রাজ্যপালের!কারণ নিয়ে ধোঁয়াশা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যপাল সিভি আনন্দ বোস কিছুদিন আগে রাজ্য সরকারের কাজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন। তারপর এখন তিনি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠায় সংঘাতের আবহ তৈরি হয়েছে। একইদিনে দু’‌বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা সফর, তার আগে রিষড়ায় পৌঁছে যাওয়া–সহ উপাচার্যদের রিপোর্ট তলব ভালো চোখে দেখেনি রাজ্য সরকার।

এই পরিস্থিতির মধ্যেই মুখ্যসচিবকে জরুরি তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, হাওড়ার শিবপুর এবং হুগলির রিষড়াতে রামনবমীর দিনে যে অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা নিয়েই আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে রাজ্যের পদক্ষেপ নিয়ে। উল্লেখ্য, গতকাল এসেছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেই প্রতিনিধি দল রাজভবনে রিপোর্ট জমা দিয়েছিল।ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শান্ত এলাকাকে অশান্ত করতেই এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। অনুসন্ধানী দলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা খায় না মাথায় দেয়?’ আরও বলেন, এটা কাঁচালঙ্কা না কি লবডঙ্কা?এছাড়া প্রশাসন সূত্রে খবর, রিষড়ায় অশান্ত এলাকা পরিদর্শনের পর প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল। তারপরই মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেন তিনি। সেই রিপোর্ট নিয়েই আজ, মঙ্গলবার দুপুরে হাজির হয়েছেন রাজ্যের মুখ্যসচিব। তবে এই ঘটনায় একজনকে মুঙ্গের থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সে বিষয়ে রিপোর্টে কিছু লেখা আছে কিনা জানা যায়নি। তবে আরও কিছু জানতে চেয়েছেন রাজ্যপাল বলে সূত্রের খবর। সেটা পর্যায়ক্রমে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *