Breaking News

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্ত করতে পারবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তেও এবার সিবিআই। চাইলে তদন্ত করতে পারে সিবিআই। এদিন হাইকোর্টে এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই জানাল, তারা তদন্ত করতে রাজি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘পুর নিয়োগের তদন্ত করতে পারবে সিবিআই। এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে।’ যার জবাবে সিবিআই জানায়,’আদালত নির্দেশ দিলে এফআইআর দায়ের করে তদন্ত করতে রাজি।’ডিজিপি এবং মুখ্যসচিবের প্রতি তাঁর নির্দেশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সবরকম সহযোগিতা করতে হবে। ২৮ এপ্রিল সিবিআইকে তদন্ত সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে। এর আগে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া অয়ন শীলের থেকে পাওয়া পুরসভা দুর্নীতি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন রীতিমতো ভর্ৎসনার সুরে বলেন, ‘সাধারণ মানুষ মাত্র ১০ হাজার টাকা আয় করতে হিমশিম খাচ্ছেন। ১০ হাজার টাকা উপার্জনের জন্য খেটে মরছেন। আর এক-একজনের কাছে এত এত টাকা! অর্পিতা মুখোপাধ্যায়েরদের কাছে এত টাকা আসে কোথা থেকে? একাংশ রাজনৈতিক নেতাদের কাছে কোটি কোটি টাকা! আসছে কোথা থেকে? এইসব নেতাদের ছুঁলেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর সাধারণ মানুষকে ছুঁয়ে দেখুন বাজারে তাদের কত দেনা আছে। সাধারণ মানুষ সব জানা উচিত। যারা এই দেশের মালিক। দুটো, চারটে, পাঁচটা ব্যাবসা থাকলেই কেউ দেশের মালিক হয়ে যায় না। দেশের আসল মালিক তার জনগণ।’ নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত অয়ন শীলের বাড়িতে তল্লাশির সময় পুরসভায় নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার করে ইডি। এর পর জানা যায়, রাজ্যের অন্তত ৭০ পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে। যার মূল হোতা ছিলেন অয়ন শীল। বিষয়টি সম্পর্কে সিবিআইকে জানায় ইডি। এর পর এই দুর্নীতির তদন্ত করতে চেয়ে আদালতে আবেদন করে সিবিআই। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চাইলে তদন্ত করতে পারবে সিবিআই। অভিযোগ, রাজ্যের প্রায় ৭০টি পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। মোটা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে চাকরি। টাকার বিনিময়ে যোগ্য প্রার্থীদের সরিয়ে প্যানেলে নাম ঢোকানো হয়েছে অযোগ্যদের। এভাবেই কোটি তোটি টাকা আদায় করেছেন অয়ন।

তাঁর মাধ্যমে টাকা গিয়েছে প্রভাবশালীদের কাছে। পাশাপাশি, ইডির কাজের প্রশংসা করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘তুলনা করলে ইডি সিবিআইয়ের থেকে ভালো ভূমিকা গ্রহণ করছে। ইডি বুদ্ধিমত্তার সঙ্গে ভালো কাজ করছে।’ সেইসঙ্গে সিবিআই-কেও ভালো কাজের সার্টিফিকেট দেন। বলেন, ‘এখন সিবিআই একটু কাজ করছে। শেষ দু’মাসের থেকে এখন সিবিআই ভালো করছে।’ এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন,’পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে চাইলে, ইডির রিপোর্টের সূত্র ধরে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারে সিবিআই।

তদন্ত করে সিবিআই একটা রিপোর্ট জমা দেবে। দুর্নীতির জাল অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়ে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *