দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কৌস্তভকে সিআইএসএফ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার এই নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালত জানিয়েছেন, আপাতত এক মাস কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কৌস্তভকে নিরাপত্তা দেবেন বলে জানিয়ছেন আদালত।কৌস্তভের আইনজীবীর এই সওয়ালের ভিত্তিতে শুক্রবার কলকাতা হাইকোর্ট আগামী একমাসের জন্য সিআইএসএফ (CISF)জওয়ান মোতায়েনের নির্দেশ দিল। কতজন জওয়ান মোতায়েন থাকবে, সেই সিদ্ধান্ত বাহিনীর উপরেই ছেড়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ১১ মে।শুক্রবার কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি ছিল হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। রাজ্যের পক্ষ থেকে আইনজীবী সওয়াল করেন, রাজ্য পুলিশ কৌস্তভকে নিরাপত্তা দিচ্ছে, আর তা নিয়ে কোনও অভিযোগও নেই। পালটা কৌস্তভের আইনজীবীর সওয়াল, বিরোধী রাজনৈতিক অবস্থানের কারণে শাসকদলের বিরাগভাজন তিনি।
হামলার আশঙ্কা রয়েছে। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারপতি মান্থা নির্দেশ দেন, আপাতত একমাসের জন্য বহাল থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা। সিআইএসএফ মোতায়েন রাখতে দেবে। তবে কতজন জওয়ান থাকবেন, সেই সিদ্ধান্ত নেবে সিআইএসএফ-ই।এদিন আদালতে কৌস্তভের আইনজীবী জানিয়েছেন, মামলাকারী বিরোধী রাজনীতি করার কারণে সরকারের বিরাগভাজন হয়েছেন, সেই কারণে তাঁর উপর হামলার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। পালটা রাজ্য সরকারের আইনজীবী শুনানি চলকালীন আদালতকে জানিয়েছেন, যে এই মুহূর্তে রাজ্য পুলিশ কংগ্রেস নেতাকে নিরাপত্তা দিচ্ছে এবং সেই নিয়ে কোনও অভিযোগও নেই।দুপক্ষের মন্তব্য শোনার পর আদালত জানিয়েছে, আপাতত কৌস্তভকে একমাস নিরাপত্তা দেবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামী ১১ মে এই মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে।