দেবরীনা মণ্ডল সাহা :-শনিবার অবশেষে মিলতে চলেছে স্বস্তি। আজ খুশির ঈদ। আর এই উৎসবমুখর বাংলাতেই স্বস্তি ফেরাতে আগমন ঘটতে চলেছে প্রত্যাশিত বৃষ্টি কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় একধাক্কায় কমল অনেকটাই তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই আবহাওয়ার যা অবস্থা ছিল, তাতে রীতিমতো নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শুক্রবার থেকেই আবহাওয়ার পরিস্থিতি বদলাতে শুরু করে। বিকেলের দিকে ছিটেফোঁটা বৃষ্টিও হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৭৯ শতাংশ এবং সর্বনিম্ন ২৯ শতাংশ।ইদের দিন বিকেল বা সন্ধ্যায় কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।শনিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের জন্য স্বস্তি ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে। রবি থেকে মঙ্গলেও ভিজতে পারে তিলোত্তমা। একইসঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মধ্য উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে।