দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ইদের শুভেচ্ছা জানাতে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে বিজেপিকে ফের হুঙ্কার দিলেন তিনি। সম্প্রীতির বার্তাও দেন মুখ্যমন্ত্রী।শনিবার সকালে ইদ উপলক্ষে রেড রোডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি।’ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, কোনও ভাবেই বাংলায় অশান্তি বরদাস্ত করবে না তাঁর সরকার। এদিকে আজকের অনুষ্ঠানে মমতার পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিকে বিজেপিকে ‘গদ্দার’ আখ্যা দেন মমতা। বলেন, ‘গদ্দারদের সঙ্গে লড়তে হচ্ছে আমাকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গেও লড়তে হচ্ছে। তবে আমি মাথা ঝোঁকাতে তৈরি নই।’তাঁর কথায়, ‘সবাই শান্তিতে থাকুন। প্ররোচনায় পা দেবেন না। বাংলায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে বিজেপি সরকার। কোনও ভাবেই তা বরদাস্ত করব না।’ কেন্দ্র দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশের সংবিধান ও ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। যা খুশি তাই করছে। এনআরসিও আনার চেষ্টা হচ্ছে। কিন্তু আমি তা হতে দেব না।’
পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বিভেদের বিরুদ্ধে ও ঐক্যের পক্ষে সকলকে ভোট দিতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপি বিভেদের রাজনীতি করে। আর এক বছর পর লোকসভা নির্বাচন। ঠিক হবে সরকারে কে থাকবে। সকলে এসে নির্বাচনে ভোট দেবেন।’উল্লেখ্য, সম্প্রতি সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হারের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের সংখ্যালঘু ভোট কি তবে ঘাসফুলের থেকে সরে যাচ্ছে। যদিও এর আগে ২০২১ সালে এনআরসি এবং সিএএ ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের সংখ্যালঘু ভোট একজোট করতে সক্ষম হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীরের গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদেও আশাতীত ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস। বাম-কংগ্রেসের ঝুলি ছিল শূন্য। তবে উপনির্বাচনে শাসকদলের হারে দেখা গিয়েছে অশনি সংকেত। এই আবহে ফের একবার মমতার গলায় এনআরসি মন্ত্র।