Breaking News

নজরে পঞ্চায়েত ভোট!নবান্নের পর্যালোচনা বৈঠক থেকে ১০৯টি প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বুধবার নবান্নে সব দফতরকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে বিভিন্ন দফতরের মন্ত্রীদের পাশাপাশি শীর্ষ আধিকারিক থেকে দফতরের গুরুত্বপূর্ণ আমলাদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, বৈঠক থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের জন্য মোট ১০৯টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।১০৯টি প্রকল্পের মধ্যে বেশি ভাগই গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়নের সঙ্গে যুক্ত। এই প্রকল্পগুলির মধ্যে অনেকগুলির দাবিও ছিল দীর্ঘদিন ধরে। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পগুলির জন্য আনুমানিক ১১০০ কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার। এই প্রকল্পের মধ্যে রয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ সেতুও। তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি সেতু হল, বাঁকুড়ার সেতুঘাটের সেতু, চন্দ্রকোনা-ঘাটালে তৈরি একটি নতুন সেতু, ঝাড়গ্রাম জেলার দেব নদীর উপর সেতু। সূত্রের খবর, এই সেতুগুলি নির্মাণে খরচ হয়ছে প্রায় ৪৩ কোটি টাকা। এ ছাড়া পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে বেশ কিছু গ্রামীণ রাস্তা মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন।এ বছর ফেব্রুয়ারি মাসে বাজেট বক্তৃতায় প্রথম বার পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২৮ মার্চ সিঙ্গুর থেকে গ্রামীণ রাস্তা তৈরির এই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এক রাজ্য সরকারি আধিকারিকের কথায়, ‘‘এক মাসের কম সময়ে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে অনেক রাস্তা তৈরি করা গিয়েছে। এই সময়ে যে সব রাস্তা তৈরি সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেগুলিই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।’’

এপ্রিল মাসে যে দুয়ারে সরকার হয়েছে, তাতে সাড়ে ১০ লক্ষ লক্ষ্মীর ভান্ডারের আবেদন গৃহীত হয়েছে। তাঁদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানোরও সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী।এর আগে সব দফতরকে নিজেদের কাজের পর্যালোচনার রিপোর্ট ১৯ এপ্রিলের মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতোই দফতরের মন্ত্রী ও আমলারা ১৯ তারিখের মধ্যে তাঁদের দফতরের কাজের খতিয়ান জমা দিয়েছেন। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী সেই রিপোর্টের উপর ভিত্তি করে বেশ কিছু পরামর্শ দিতে পারেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *