দেবরীনা মণ্ডল সাহা :- এবার আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা ৷ শুক্রবার সকালে সেই ট্রেনেরই ট্রায়াল রান হল ৷ সকাল ৬টা ১০ মিনিটে ভারতীয় প্রযুক্তি তৈরি এই সেমি হাইস্পিড ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে৷ গন্তব্য পুরী ৷রাজ্যে দ্বিতীয় বন্দে ভারতের ট্রায়াল শুরু। শুক্রবার সকালেই হাওড়া থেকে পুরীর উদ্দেশে ছোটে ট্রেন। এবার সাড়ে ছয় ঘণ্টাতেই পৌঁছনো যাবে জগন্নাথ ধাম। পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত সাফল্যের পর দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান করা হল। দক্ষিণ-পূর্ব রেল খড়গপুর ডিভিশনের আওতায় এই দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে হাওড়া থেকে পুরী পর্যন্ত। শুক্রবার সকালে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্লাটফর্ম থেকে সকাল ছয়টা বেজে দশ মিনিটে ছাড়া হয়। খড়গপুর,বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর হয়ে দুপুর ১২টা বেজে ৩৫ মিনিটে পুরীতে গিয়ে পৌঁছবে। ডাউন অভিমুকে বেলা ১ বেজে ৫০ মিনিটে পুরী থেকে ছেড়ে ভুবনেশ্বর, কটক, ভদ্রক, বালাসোর, খড়গপুর হয়ে রাত্রি ৮.৩০ মিনিটে হাওড়া এসে পৌঁছবে এই বন্দে ভারত এক্সপ্রেস। এদিন তার ট্রায়াল রান করা হল। ট্রায়াল রানে রেলের তরফ থেকে কেবিনে চালক, সহকারী চালকের পাশাপাশি উপস্থিত ছিলেন লোকো নিরীক্ষক। সব ঠিকঠাক থাকলে ১৬ কোচের এই বন্দে ভারত মে মাস থেকেই যাত্রী পরিষেবা শুরু করতে পারে। শুক্রবার প্রথম ট্রায়াল রান, তবে মোট তিনবার ট্রায়াল রান হবে বলে জানা গিয়েছে। শুক্রবার ট্রায়াল রানের মাধ্যমে সেই যাত্রাপথের সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিল রেল কর্তৃপক্ষ | তারা জানিয়েছে, হাওড়া থেকে পুরীর দূরত্ব ৫০০ কিলোমিটার |
১৬ কোচের এই ট্রেনের সেই পথ অতিক্রম করতে সময় লেগেছে সাড়ে ছ’ঘণ্টা| যাত্রাপথের বেশ কিছুটা অংশ ১৩০ কিলোমিটার গতিবেগেই ছুটেছে এই ট্রেন | ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে বালাসোরে পৌঁছায় সকাল ৮টা ৫৮মিনিটে | সেখান থেকে ভদ্রক পৌঁছায় ৯টা ৪০ মিনিটে | খুরদার পর থেকে ১৩০ কিলোমিটার গতিবেগেই ছুটেছে ওই ট্রেন ৷বর্তমানে ধৌলি এক্সপ্রেস সাড়ে পাঁচ ঘণ্টায় ভুবনেশ্বর পৌঁছায় । আর ভুবনেশ্বর থেকে আরও ১০০কিলোমিটার দূরত্ব পুরীর । ফলে ওই পথ যেতে আরও অনেকটা সময় লাগে | তাই বন্দে ভারত অনেক কম সময়ে হাওড়া থেকে পুরী পৌঁছে দেবে যাত্রীদের | ফলে পুরী যাওয়া আরও সহজ হতে চলেছে বাঙালি পর্যটকদের জন্য | যদিও হাওড়া-পুরী রুটে নতুন বন্দে ভারত যাত্রীদের জন্য কবে থেকে চালু হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, মে মাস থেকে এই ট্রেন চালু হতে পারে। খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানান, ট্রায়াল রান সফল হলে খুব শীঘ্রই পুরোদমে ট্রেন পরিষেবা শুরু হবে। তবে বন্দে ভারতের যাত্রী পরিষেবা ঠিক কবে থেকে শুরু হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন রাজেশ।