Breaking News

ভরদুপুরে টিটাগড়ের ভরা বাজারে চলল গুলি!নিহত তৃণমূল কর্মী

প্রসেনজিৎ ধর :- দিনদুপুরে শ্যুটআউট। টিটাগড়ে গুলিবিদ্ধ হয়ে খুন আনোয়ার আলি নামে এক ব্যক্তি। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু। নিহত আনোয়ার আলি তাঁদের দলের কর্মী বলে দাবি তৃণমূলের। নিহত আনোয়ার আলি ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশের তরফে জানা গিয়েছে, শুক্রবার টিটাগড়ের জিসি রোড দিয়ে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার। সেই সময়ই মোটরবাইকে দুই দুষ্কৃতী এসে তাঁর দিকে লক্ষ্য করে গুলি চালান। গুলি সরাসরি এসে আনোয়ারের মুখে লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। কিন্তু আসার পথেই তাঁর মৃত্যু হয়ে বলে খবর।শুক্রবার দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ আলি হায়দার রোডে এই ঘটনাটি ঘটেছে। জনবহুল ওই এলাকায় এদিন বাইকে করে ২ দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে আনোয়ার আলিকে |

বুকে গুলি লাগে ওই তৃণমূল কর্মীর। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয়। প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা অনুসরণ করছিল আনোয়ারকে।স্থানীয় সূত্রে খবর, আনোয়ার ‘ভালো ছেলে’ বলেই পরিচিত। একটি সাইবার ক্যাফে চালাতেন তিনি। পাশাপাশি জমি কেনাবেচা ও ছোটোখাটো ঠিকাদারের কাজ করতেন তিনি। এদিন দুপুরে কাজ সেরে স্নান-খাওয়া করতে বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই গুলিবিদ্ধ হন। জানা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরে তাঁকে উদ্ধার করে ব্যারাকপুরের বিএন বসু প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা নিয়ে আসা হচ্ছিল। সেই সময়েই মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে, জমি সংক্রান্ত কোনও শত্রুতা থেকেই তিনি খুন হয়েছেন কি না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *