Breaking News

এগরা বিস্ফোরণের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী,মৃতদের আর্থিক সহায়তার ঘোষণা মমতার !

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এগরার বিস্ফোরণের ঘটনায় তদন্ত করবে সিআইডি। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে এডিজি সিআইএফ জ্ঞানবন্ত সিং-কে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মৃতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা ও অতি সংকটজনকদের পরিবার পিছু ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে। বিস্ফোরণের ঘটনার দুঃখপ্রকাশ করেন তিনি। পাশাপাশি, দোষীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। মমতা জানিয়েছেন, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে ওই ঘটনার তদন্তভার দিলেও আপত্তি নেই তাঁর। তিনি জানিয়েছেন, প্রকৃত দোষীরা যেন গ্রেপ্তার হয়। প্রসঙ্গত, এদিন দুপুরে এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এলাকার রাস্তায় ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এগরার বিস্ফোরণ নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি জানান, মৃতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা ও অতি সংকটজনকদের পরিবার পিছু ১ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিস্ফোরণের ঘটনার দুঃখপ্রকাশ করেন তিনি। মমতার কথায়, “যে কোনও মৃত্য়ু দুঃখজনক।” পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়েছেন, আপাতত রাজ্যের চিন্তা, যাঁরা বিস্ফোরণে জখম হয়েছেন তাঁদের সুচিকিৎসার ব্যবস্থা করা। পাশাপাশি, দোষীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *