Breaking News

ঝড়-বৃষ্টিতে ৯ জনের প্রাণহানি,প্রতি পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মমতার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছিল ৯ জনের। তাঁদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এই কথা জানান তিনি।তিনি বলেন, গতকালের ঝড়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, জীবন সবচেয়ে দামী। তার বিকল্প কিছু নেই। তবু মৃতদের পরিবারের কথা ভেবে রাজ্য আর্থিক সাহায্য করছে।ঘূর্ণিঝড় মোকার প্রভাব বাংলার কোথাও না পড়লেও তার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে প্রবল ঝড়-বৃষ্টি হয় রাজ্যের বিভিন্ন জেলায়। ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড় বয় কলকাতায়। বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে গাছ।উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় প্রবল ঝড়ে বিভিন্ন জায়গায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার ঘটনায় রাজ্য জুড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কোপে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা, হাওড়া সহ একাধিক জায়গায় প্রাণ হারিয়েছেন ৯ জন।

যাদের মধ্যে রয়েছে এক কিশোরী। বি-গার্ডেন থানা এলাকায় এক পড়ুয়ার মৃত্যু হয়েছে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। খুশবু যাদব নামে ওই পড়ুয়া সেই সময় টিউশন সেরে বাড়ি ফিরছিল। এছাড়া উলুবেড়িয়া থানার বহিরা কুলপাড়া এলাকায় মাটির বাড়ি ভেঙে মারা যান এক ব্যক্তি। বাগনান থানার উত্তর চককমলা গ্রামে খেজুর গাছ ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রানাঘাটের যুবক কৌশিক ঢালি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বারাকপুরের মঙ্গলপান্ডে পার্কে বান্ধবীর সঙ্গে বেড়াতে এসেছিলেন তিনি। এছাড়া অন্যান্য জেলায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।ঝড়ের পর বিদ্যুৎ দফতর থেকে জানানো হয়েছে, বিভিন্ন জেলায় প্রচুর বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ট্রান্সফরমারের ক্ষতি হয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি কন্ট্রোল খোলা হয়েছে পরিষেবা সচল করতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *