দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জাতীয় শিক্ষানীতি মেনে রাজ্যে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স চালু করার নির্দেশিকা জারি করেছিল ইউজিসি। তারপরেই এই নির্দেশ বাস্তবায়নের জন্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি দিয়েছিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সেইমতোই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ২০২৩–২৪ শিক্ষাবর্ষ থেকে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে।সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ জানিয়ে দিল, চলতি বছর থেকেই নতুন শিক্ষানীতি মেনে পঠনপাঠন হবে। যার ফলে সেন্ট জেভিয়ার্সে এবছর থেকেই চার বছরে স্নাতকের পাঠ্যক্রম চালু হয়ে যাবে। নতুন এই শিক্ষানীতির ফলে এবার থেকে তিন বছর পড়ার পরে দু’বছরের এমএ ডিগ্রির জন্যও পঠনপাঠন করা যাবে। আবার চার বছরে স্নাতক হয়ে এক বছরের এমএ কোর্সও করা যাবে। আবার কেউ চাইলে চার বছরে অনার্স পাশ করে সরাসরি পিএইচডি-ও করতে পারবেন। এই নিয়ে বিশদে বিজ্ঞপ্তিও জারি করেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।প্রসঙ্গত, গত ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তীর দিন বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়েই প্রধানমন্ত্রী এই নতুন জাতীয় শিক্ষানীতি তৈরি করেছেন।
আর এরপরেই নয়া শিক্ষানীতি মেনে পাঠক্রম চালু করতে চলেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গত মার্চ মাসে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগ রাজ্য চালিত বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক কোর্স সম্পর্কিত কেন্দ্রের নতুন শিক্ষা নীতি নির্দেশিকা বাস্তবায়নের নির্দেশ দিয়েছিল। ইতিমধ্যেই সিবিএসই এবং আইএসসির ফলাফল ঘোষিত হয়েছে। উচ্চ মাধ্যমিকের ফলাফলও ঘোষণা করা হবে আগামী বুধবার। তারপরে কলেজগুলিতে ভর্তি শুরু হয়ে যাবে। ফলে যারা অনার্স নিয়ে ভর্তি হবেন এবার তাঁদের চার বছরের অনার্স ডিগ্রি কোর্স করতে হবে। এনিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ। ভর্তির ফর্মও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ ফাদার ডমিনিক স্যাভিও বলেন, পাঠ্যক্রমের কোর্স এবং বিভাগের পাঠ্যক্রম তালিকা প্রস্তুতি প্রায় শেষ হতে চলেছে। বিস্তারিত পাঠ্যক্রম কাঠামো, সমস্ত বিভাগের কোর্স সিলেবাস আগামী দিনে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’