প্রসেনজিৎ ধর, কলকাতা :- এগরা বিস্ফোরণ কাণ্ডের আপাতত তদন্ত করবে সিআইডি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। ১২ জুন সিআইডির কাছ থেকে এই বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট তলব করেছে আদালত।এদিনের সওয়াল জবাব চলাকালীন এগরার বিস্ফোরণের ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। বলেন, “এত ছিন্নভিন্ন দেহ।” যদিও তিনি সিআইডি তদন্তের উপরই আস্থা রেখেছেন। রাজ্য যে এফআইআর দায়ের করেছে তাতে বিস্ফোরণের ধারা নেই। যা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন আদালত জানিয়েছে, সিআইডি তদন্ত করে দেখবে এই ঘটনায় বিস্ফোরণের ধারা কার্যকর হবে কি না। বিস্ফোরক আইনে মামলা হলে নিয়ম মোতাবেক সিদ্ধান্ত গ্রহণের অধিকার এনআইএ-র হাতে থাকবে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এফআইআর করে সিআইডি তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে বলে রাজ্য বেঞ্চে জানায়। এদিন শুনানি চলাকালীন এগরার বিস্ফোরণস্থলের ছবি হতবাক হয়ে যান প্রধান বিচারপতি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘হে ভগবান এত ছিন্নভিন্ন দেহ।’ সব শুনে তিনি সিআইডি তদন্তই চালিয়ে যেতে বলেন। রাজ্য দায়ের করা এফআইআর-এ বিস্ফোরণের ধারা নেই। তা নিয়ে সওয়াল করেন মামলকারীর আইনজীবী। হাইকোর্ট রাজ্য সরকারে বিস্ফোরক দ্রব্য আইনের অধীনে মামলা করার নির্দেশ দিয়েছে। আদালত নির্দেশ আরও বলেছে, এনআইএ আইনের ধারার ৬-এর বিধানগুলি মেনে চলার। যে বিধানে বলা হয়েছে, তদন্ত সমস্ত রিপোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠাতে হবে।মামলায় পূর্ব মেদিনীপুরে এগরার খাদিকুল গ্রামে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা। এ নিয়ে আদালত কোনও র্নিদেশ দেয়নি। গ্রামে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে।