অভিষেক সাহা, মালদহ :- বিজেপি যেমন একটি সাম্প্রদায়িক দল তেমনি মিম একটি সাম্প্রদায়িক দল স্বাধীনতার পর থেকে জাতীয় কংগ্রেস কোন দিনই সাম্প্রদায়িক দলের সাথে জোট করেননি আগামী দিনেও করবে না | তবে আব্বাস সিদ্দিকির সাথে জোট করার একটা আলোচনা চলছে বলেও এদিন জানান তিনি | সোমবার কর্মীসভা থেকে এমনটাই বার্তা দিলেন মালদহ জেলার কংগ্রেসের পর্যবেক্ষক তথা ফারাক্কার বিধায়ক মাইনুল হক |
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদহের চাঁচলের মালতিপুর বিধানসভায় নিজেদের ভীত শক্ত করতে একটি কর্মী সভার আয়োজন করেন কংগ্রেস| এদিনের এই কর্মীসভায় থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকার কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন রাজ্য এবং জেলা স্তরের কংগ্রেসের নেতৃত্বরা | এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি আবু হোসেন খান চৌধুরী, সুজাপুর এর বিধায়ক ইশা খান চৌধুরী, ফারাক্কার বিধায়ক তথা মালদা জেলা কংগ্রেসের পর্যবেক্ষক মাইনুর হক, মালদা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালী সাধন রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা |
Hindustan TV Bangla Bengali News Portal