Breaking News

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় এবার প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব সিবিআইয়ের!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন প্রেসিডেন্সি জেলের সুপার। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজাম প্যালেসের সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন তিনি। সিবিআই সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করাও শুরু হয়েছে।শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে বেশ কিছুদিন আগেই গ্রেপ্তার করা হয়েছে কুন্তল ঘোষকে। বর্তমানে তাঁর ঠিকানা জেল। বন্দিদশাতেই অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিতে জড়ানোর চেষ্টার অভিযোগ তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাঠগড়ায় তোলেন কুন্তল।

তাঁর দাবি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এবার কুন্তলের চিঠি নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী। শুক্রবার সকালে নিজাম প্যালেসে ঢোকেন তিনি। চলছে জিজ্ঞাসাবাদ। জানা যাচ্ছে, মূলত জেলবন্দী কুন্তল কীভাবে ওই চিঠি লিখল। কীভাবে তা পৌঁছলেন আদালতে, সেই সংক্রান্ত প্রশ্নই করা হবে সুপারকে। বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল সাম্প্রতিক সময়ে আদালত চত্বরে দাঁড়িয়ে বেশ কয়েক বার দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের বড় নেতাদের নাম বলানোর জন্য তাঁকে ক্রমাগত চাপ দিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। কলকাতা পুলিশ এবং বিচারককে দেওয়া চিঠিতেও একই দাবি করেন কুন্তল। পাশাপাশিই, তাঁর অভিযোগ ছিল, কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা তাঁর উপর অত্যাচারও করেছেন। প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমেই হেস্টিংস থানায় অভিযোগ করেছিলেন কুন্তল। বিতর্কিত এই চিঠির বিষয়ে তখন থেকে তদন্তকারীদের নজরদারির আওতায় ছিল জেল সুপারের ভূমিকা। নিয়ম মোতাবেক জেলবন্দি ব্যক্তি জেল কর্তৃপক্ষের মাধ্যমেই লেখা চিঠি প্রকাশ্যে আনতে পারেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *