দেবরীনা মণ্ডল সাহা :- শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রাজ্যের ২০ জেলায় ২০ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নিয়োগ করল রাজ্য নির্বাচন কমিশন। শনিবার থেকেই বিশেষ পর্যবেক্ষকরা জেলাভিত্তিক পঞ্চায়েত নির্বাচনের নজরদারির কাজ শুরু করবেন। এছাড়াও স্বরাষ্ট্র সচিব ও ডিজির সঙ্গে বৈঠকের পর পরেই রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর অঞ্চল, স্পর্শকাতর বুথের তালিকা চাইল জেলাগুলির থেকে।এই স্পর্শকাতর অঞ্চল ও স্পর্শকাতর বুথের সংখ্যার উপরই নির্ভর করবে বাহিনী মোতায়েন।
কমিশনের তরফে জেলাগুলি থেকে বুথ ভিত্তিক ও অঞ্চল ভিত্তিক তালিকা চাওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। স্বরাষ্ট্র সচিব ও ডিজি এর সঙ্গে কাল রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠকের পর থেকেই জেলায় জেলায় তথ্য চাওয়ার তৎপরতা কমিশনের। গত দুদিন রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়৷ রাজনৈতিক হিংসাতে প্রাণ হারিয়েছেন দুজন। শুধু ভাঙড় নয় শিরোনামে ছিল ক্যানিং, চাপড়া, মুর্শিদাবাদ। রক্ত ঝরেছে, মৃত হয়েছে রাজনৈতিক দলের কর্মী। বিরোধীরা অভিযোগ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা মনোনয়নের বাধা দিচ্ছে। প্রশ্ন উঠেছে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। বিরোধীরা নিরাপত্তা চেয়ে কমিশেনর দ্বারস্থ হয়েছিল। পরিস্থিতি দিকে নজর রেখেই কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে রাজ্যের সিনিয়র আইএএস অফিসারদের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে কমিশন। ২০ জেলায় ২০ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নিয়োগ করল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের সঙ্গে যুক্ত অবস্থায় কারও কোনও অভিযোগ থাকলে বিশেষ পর্যবেক্ষকদের জানাতে পারবে সেই অভিযোগ। তার জন্য বিশেষ পর্যবেক্ষকদের নাম মোবাইল নম্বর সহ বিস্তারিত তথ্য বিজ্ঞাপন দিয়ে দেওয়ার নির্দেশ প্রত্যেকটি জেলার জেলাশাসকদের।