Breaking News

দিনহাটায় ফের ‘আক্রান্ত’ নিশীথ প্রামাণিক!কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে তির ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার শাসক দলের

প্রসেনজিৎ ধর :- ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবারও ঘটনাস্থল কোচবিহারের সেই দিনহাটা। শনিবার নিশীথের কনভয় লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ উঠেছে। এমনকি, মন্ত্রীর সামনে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তারা উল্টে বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ করেছে। এ নিয়ে আবারও নিশীথ বনাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের তরজা তুঙ্গে।

শনিবার দিনহাটার ২ নম্বর ব্লকে সাহেবগঞ্জ বিডিও অফিসে মনোনয়নপত্র পরীক্ষার কাজ চলছিল। বিজেপির অভিযোগ, বিডিও অফিস ‘দখল’ করে সেখানে প্রায় হাজার খানেক তৃণমূল কর্মীকে নিয়ে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। মন্ত্রী বিজেপি প্রার্থীদের মনোনয়ন ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। সেই খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যান কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ। কিন্তু তিনি পৌঁছনো মাত্র পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে জড়ান তৃণমূল এবং বিজেপির সমর্থকেরা। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’পক্ষের উপর লাঠিচার্জ করে পুলিশ।নিশীথের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর কথায়,’কেন্দ্রীয় মন্ত্রীর সব অভিযোগ মিথ্যা।’ নিশীথকে কাঠগড়ায় তুলেছেন উদয়ন গুহ। তাঁর দাবি,বিরোধীদের মনোনয়নপত্র ছিঁড়ে দেবেন, তিনি এমন বোকা নন। যে তির ছুড়ছে, সে কি জানে না যে, কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি বুলেটপ্রুফ? সেখানে তির ছুড়ে কিচ্ছু হবে না।’
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *