প্রসেনজিৎ ধর :-দুই সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আদালতে মুখ পুড়লো পুলিশের । বালি বোঝাই লরি থেকে পুলিশের টাকা নেওয়ার ছবি ক্যামেরা বন্দি করায় পুলিশ আরামবাগ টিভির কর্ণধার সফিকুল ইসলাম ও তাঁর সহযোগী সাংবাদিক সুরজ আলি খানকে ছিনতাইয়ের মিথ্যা মামলায় ফাঁসায় । সুরজকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়েছিল । ২০১৭ সালে পুলিশের করা সেই মামলায় দুই সাংবাদিককেই শুক্রবার বেকসুর খালাস ঘোষণা করলেন বর্ধমানের সিজেএম চন্দা হাসমত।সাংবাদিকদের পক্ষের আইনজীবী সৈয়দ আশিক রসুল বলেন, দুই সাংবাদিককে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল তা আদালতের রায়েই প্রমাণ হয়ে গেল। মামলা সাজাতে গিয়ে নানা ভুল তথ্য তুলে ধরা হয়েছিল এফআইআরে। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় অভিযোগকারীর বয়ানে নানা অসঙ্গতি ধরা পড়ে। এমনকি বিচারক তাঁকে হেফাজতে নেওয়ারও হুমকি দেন। পুলিশের টাকা নেওয়ার ছবি করার জন্য দু’জনকে মামলায় ফাঁসানো হয়েছিল। বিষয়টি আদালতের সামনে তুলে ধরা হয়। আদালত দু’জনকে বেকসুর খালাস ঘোষণা করেছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে ২০ সেপ্টেম্বর ঘটনার কথা জানিয়ে মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেন শেখ সাকিল। তাঁর অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তিনি মোটর বাইকে চেপে বর্ধমান-আরামবাগ রোড ধরে বাড়ি ফিরছিলেন।দিঘিরকোণের কাছাকাছি একটি জায়গায় একটি চারচাকার গাড়ির কাছে দু’জন লোক দাঁড়িয়েছিল। তারা মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর প্যান্টের পিছনের পকেট থেকে টাকার ব্যাগ বের করে নেয়। ব্যাগে ৬ হাজার ৫০০ টাকা ছিল বলে তাঁর দাবি। এছাড়াও তা গলা থেকে দেড় ভরি ওজনের সোনার চেন ছিনিয়ে নেয় ওই দু’জন। বাধা দিতে গেলে তারা প্রাণনাশের হুমকি দেয়। এরপর লোকজন এলে একজন গাড়ি নিয়ে পালিয়ে যায়। অপরজন গাড়িতে উঠতে গিয়ে পড়ে যায়। তাকে ধরে ফেলা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম সুরজ আলি খান। পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।