নিজস্ব সংবাদদাতা :- আদ্রায় নিহত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার ধনঞ্জয়ের দাদা আনন্দ চৌবেকে ফোন করেন তিনি। শনিবার বিকেল ৪টে ১৫ নাগাদ রঘুনাথপুর ১ ব্লকের আড়রা গ্রামে তাঁর বাড়িতে ফোন করা হয়ে রাজ্যপালের সচিবালয় থেকে। ধনঞ্জয়বাবুর মেজদা আনন্দ চৌবের সঙ্গে কথা বলেন রাজ্যপাল নিজে। জানতে চান, পরিবারের আর্থিক পরিস্থিতি কেমন? সমস্ত ঘটনা জেনে আশ্বাস দেন, তিনি চৌবে পরিবারকে আর্থিক সাহায্য করবেন। একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেন, যেখানে তাঁদের ব্যাংক একাউন্ট নম্বর দেওয়ার কথা জানান রাজ্যপাল। তদন্তে কোনওরকম খুঁত থাকলে তিনি নিজে তা দেখবেন বলেও জানান। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। সেইসঙ্গে বলেছেন, ধনঞ্জয়ের সন্তানদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব রাজভবন বহন করবে। ধনঞ্জয় চৌবে ছিলেন আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় পার্টি অফিসের মধ্যেই গুলি করে তাঁকে খুন করা হয়।
আততায়ীদের গুলিতে জখম হয়েছেন ধনঞ্জয়ের দেহরক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল শেখর দাসও। ধনঞ্জয়কে উদ্ধার করে রঘুনাথপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর গায়ে পাঁচটি গুলি লেগেছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থী-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।পাশাপাশি, নির্বাচন কমিশনকে রাজ্যপালের নির্দেশ, অভিযুক্তেরা যাতে কোনও ভাবেই ছেড়ে দেওয়া না হয়। কমিশনের কাছে একটি রিপোর্টও চাওয়া হয়েছে। রাজভবনে ওই রিপোর্ট জমা দিতে বলেছেন রাজ্যপাল।ধনঞ্জয় চৌবের মৃত্য়ুর তদন্ত করছে পুরুলিয়া জেলা পুলিশ। এ নিয়ে রাজ্যপাল তাঁর দাদাকে জানান, তদন্ত নিয়ে কোনও সংশয় থাকলে রাজভবনে জানান, তিনি নিজে বিষয়টি দেখবেন। এছাড়া অন্য কোনও সমস্যা হলেও যেন নিঃসংশয়ে রাজ্যপালকে জানানো হয়। অন্যদিকে রবিবার ধনঞ্জয় চৌবের পরিবারের পাশে থাকতে তাঁদের বাড়ি যাবেন আইনমন্ত্রী মলয় ঘটক।
Hindustan TV Bangla Bengali News Portal