নিজস্ব সংবাদদাতা :- আদ্রায় নিহত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার ধনঞ্জয়ের দাদা আনন্দ চৌবেকে ফোন করেন তিনি। শনিবার বিকেল ৪টে ১৫ নাগাদ রঘুনাথপুর ১ ব্লকের আড়রা গ্রামে তাঁর বাড়িতে ফোন করা হয়ে রাজ্যপালের সচিবালয় থেকে। ধনঞ্জয়বাবুর মেজদা আনন্দ চৌবের সঙ্গে কথা বলেন রাজ্যপাল নিজে। জানতে চান, পরিবারের আর্থিক পরিস্থিতি কেমন? সমস্ত ঘটনা জেনে আশ্বাস দেন, তিনি চৌবে পরিবারকে আর্থিক সাহায্য করবেন। একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেন, যেখানে তাঁদের ব্যাংক একাউন্ট নম্বর দেওয়ার কথা জানান রাজ্যপাল। তদন্তে কোনওরকম খুঁত থাকলে তিনি নিজে তা দেখবেন বলেও জানান। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। সেইসঙ্গে বলেছেন, ধনঞ্জয়ের সন্তানদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব রাজভবন বহন করবে। ধনঞ্জয় চৌবে ছিলেন আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় পার্টি অফিসের মধ্যেই গুলি করে তাঁকে খুন করা হয়।