দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দলের কড়া হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও মনোনয়ন প্রত্যাহার করেননি একাধিক তৃণমূল নেতা। শেষমেষ কড়া সিদ্ধান্ত তৃণমূলের। একাধিক জেলা মিলিয়ে প্রায় ৫৬ জনকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে নদীয়া ও দক্ষিণ দিনাজপুর আছে। নদীয়া জেলায় ২১ জন এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ১৭ জনকে সাসপেন্ড করেছে তৃণমূল।তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়, দলীয় টিকিট না পেয়ে যারা নির্দল হিসাবে দাঁড়িয়েছেন, তারা মনোনয়ন প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। প্রয়োজনে বহিষ্কার করা হবে দল থেকে।
এর আগে সাগরদিঘি ব্লকের চার জনকে সাসপেন্ড করেছিল তৃণমূলের।মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই এর ক্ষেত্রে কড়া মনোভাব নেওয়া হচ্ছে। যারা মানুষের কাজ করতে চান না তাদের দল প্রার্থী করবে না। একই সুরে অভিষেক বলেছিলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ ভাব মূর্তির উপর জোর দেওয়া হয়েছে।নির্দল প্রার্থীদের নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে গত পুরসভা নির্বাচনেও সমস্যা সম্মুখীন হয়েছিল তৃণমূল। সেই সময় রাজ্যের শাসক দল জানায় নির্দল হিসেবে কেউ জয়লাভ করলে তাকে আর দলে ফেরত নেওয়া হবে না। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের এহেন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সুস্পষ্ট বার্তা দিতে চাইছে জনগণকে। এছাড়াও তৃণমূলের উপর তলা স্পষ্টভাবে দলের সবাইকে বোঝাতে চাইছে যে বা যারা দলের শৃঙ্খলা মানবে না তাদেরকে সরে যেতে হবে দল থেকে।