দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে আসছে আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই বাহিনী পাঠানোর কথা জানানো হয়েছে। এর আগে প্রথম দফায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং পরে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল রাজ্যে। তৃতীয় দফায় ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলে পঞ্চায়েত ভোটের জন্য মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে।প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দেয় কমিশন। এদিনের শুনানির সময়ে কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়, বাকি ৪৮৫ কোম্পানি বাহিনীও দেওয়া হচ্ছে। অর্থাৎ বাহিনী সঙ্কটে দফা বাড়ানোর প্রয়োজন আর পড়বে না। ৮২২ কোম্পানিতে এক দফাতেই ভোট হবে বাংলায়। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। কমিশনের তরফে হাইকোর্টে একটি হলফনামা জমা দেওয়া হয়। হলফনামায় উল্লেখ ছিল, রাজ্যে ৪৮৩৪ টি বুথ স্পর্শকাতর। সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা অসম্ভব। তখনও অবশ্য কেন্দ্রের তরফে বাকি ৪৮৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর ভবিষ্যৎ সম্পর্কে কোনও তথ্য নেওয়া হয়নি। কমিশনের তরফে তখন আদালতে জানানো হয়েছিল, স্পর্শকাতর বুথে থাকবে সশস্ত্র নিরাপত্তারক্ষী।