Breaking News

দিনহাটায় রাজ্যপাল, শুনলেন বিরোধীদের অভিযোগ!গ্রেফতার হওয়া তৃণমূল নেতার স্ত্রীর সঙ্গে দেখা করলেন হাসপাতালে

দেবরীনা মণ্ডল সাহা :- সফর বাতিল করে শুক্রবার রাতেই কোচবিহারে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সকালে সার্কিট হাউজে বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করেন তিনি। তার মধ্যে যেমন বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল ছিল, তেমনই ছিলেন ‘আক্রান্ত’ বিজেপি কর্মীও। ছিলেন কংগ্রেস এবং সিপিএমের নেতারাও। তাঁরা একে একে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানান রাজ্যপালকে।
তাঁরা সবাই রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সন্তোষ প্রকাশ করেছেন। কোচবিহার সার্কিট হাউস থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও জানালেন তাঁরা রাজ্যপালের কথায় আশ্বস্ত হয়েছেন। আশা করছেন, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা বন্ধ হবে। অন্য দিকে, রাজ্যপালের ভূমিকায় রাজনীতি দেখছে শাসকদল তৃণমূল।

এর মধ্যে ‘অশান্ত’ দিনহাটার উদ্দেশে রওনা দেন রাজ্যপাল বোস।এরপরই নির্ধারিত সময় অশান্ত দিনহাটা পৌঁছে যান রাজ্যপাল। দিনহাটা মহকুমা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। পরিস্থিতি জানার চেষ্টাও করেন।শনিবার দুপুর একটা নাগাদ শাকদল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বিদায়ি প্রধান তাপস দাসের স্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। শুক্রবারই গ্রেফতার করা হয় তাপস দাসকে। তার বাড়িতে পুলিশি অভিযানও চলে। স্ত্রী অনিতা দাস অভিযোগ করেন, পুলিশ তাঁকে মারধর করেছে। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *