দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-খাস কলকাতায় কলেজে ভর্তির বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্ক। স্নাতকে ভরতির বিজ্ঞপ্তি দিয়ে এবার ‘বাংলা বিতর্কে’ জড়াল কলকাতার লরেটো কলেজ। দাবি, ভর্তির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা নয়, ইংরাজি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করলে তবেই ভরতির আবেদন করা যাবে কলেজে | এই ভর্তির বিজ্ঞপ্তির বিষয়টি ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নজরে এসেছে। বিশ্ববিদ্যালয় তরফ থেকে কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে। লরেটো কলেজের তরফে ভরতির এই বিজ্ঞপ্তি প্রকাশ হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। বাংলা কেন ব্রাত্য?
সোশ্যাল মিডিয়া জুড়ে এই প্রশ্নে সরব হয়েছেন অনেকেই। বাংলার একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েও কীভাবে এমন বিজ্ঞপ্তি এই কলেজ দিতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এ বিষয়ে জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভরতি সংক্রান্ত নিয়মে এমন কিছুই নেই। এই ঘটনা কেন ঘটেছে, আদৌ ঘটেছে কি না, এখনই বলতে পারছি না। লরেটো কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।” কেন লোরেট এমন বিজ্ঞপ্তি প্রকাশ করল সে বিষয়ে জবাব চাওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে।উল্লেখ্য, লরেটো কলেজে পড়াশোনার প্রধান মাধ্যম ইংরাজি। সেখানে লাইব্রেরি থেকে শুরু করে যাবতীয় পঠনপাঠন, প্রায় সবটাই হয় ইংরাজি ভাষায়। ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই ভিন্ন মাধ্যমে পড়াশোনা করা পড়ুয়াদের ‘অসুবিধা’র কথা মাথায় রেখেই এমন বলা হয়েছে বলেও দাবি করছে কলেজ সূত্র |