প্রসেনজিৎ ধর, কলকাতা :-পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, কুলতলি।প্রসঙ্গত, সোমবার রাতে বাসন্তীতে গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। জানা গেছে, কুলতলির মেরিগঞ্জ এলাকায় সোমবার সন্ধে নাগাদ পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি। তিনি মেরিগঞ্জ ১ ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। প্রচার সেরে রাতে ফেরার পথে কুলতলির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। পায়ে গুলি লাগে তাঁর। প্রথমে তাঁকে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। এই হামলার পেছনে এসইউসিআইয়ের হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও অভিযোগ অস্বীকার করেছে এসইউসিআই। প্রসঙ্গত, সোমবার সন্ধে থেকেই কুলতলিতে দফায় দফায় বোমাবাজি, সংঘর্ষের ঘটনা ঘটেছে। অশান্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলেও যায়। এর মধ্যেই গুলিবিদ্ধ হন তৃণমূল প্রার্থী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কুতুবুদ্দিনের দাবি, সোমবার সন্ধ্যায় নিজের এলাকায় ভোটপ্রচার করছিলেন তিনি।
তখন সিপিআইএম ও এসইউসিআই আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর ডান পা ছুঁয়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন তিনি। এর পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।হাসপাতাল সূত্রে খবর, কুতুবুদ্দিনের আঘাত গুরুতর নয়। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।ঘটনার দায় অস্বীকার করেছে সিপিএম। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে সব জায়গায় খুনোখুনি হচ্ছে। কুলতলিতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ চরমে। তার জেরেই গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল প্রার্থী।গতকাল বাসন্তীর সন্ত্রাস-কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকে রাজ্যপাল ফিরতে না ফিরতেই ফের বাসন্তীতে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী।সোমবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাসন্তীর নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গির কাছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম খগেন খুটিয়া (৫৫)। বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে।