দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর আরজি নিয়ে হাইকোর্টে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেই আরজি খারিজ করে দিল আদালত। জানানো হয়েছে, পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য। ফলে দফা বাড়ানোর প্রয়োজন নেই। অর্থাৎ একদফাতেই হচ্ছে পঞ্চায়েত ভোট। অধীরের করা মামলার শুনানিতে এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘শৃঙ্খলা রক্ষা নিয়ে ইতিমধ্যেই একাধিক নির্দেশ দিয়েছে আদালত। তাই নতুন করে দায়ের করা এই মামলায় কোনও নির্দেশ দেওয়ারও প্রয়োজন নেই।’রাজ্য নির্বাচন কমিশন ভোট ঘোষণা করার পরই মামলা করেছিলেন অধীর চৌধুরী। ভোট শান্তিপূর্ণ করার জন্য দফা বাড়ানো প্রয়োজন বলেই দাবি করেছিলেন তিনি।
অধীররঞ্জন চৌধুরীর আরজি খারিজ করে দিল আদালত। এদিন হাইকোর্টের তরফে বলা হয়েছে, ৮২২ কোম্পানি বাহিনীই পাচ্ছে রাজ্য। সেই কারণে আর এক দফা ভোটে কোনও সমস্যা থাকছে না। তাই একদিনেই হবে ভোট।