Breaking News

পুনর্নির্বাচনের দিনই বেজায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস! এনআই-এর জালে তৃণমূল প্রার্থী

দেবরীনা মণ্ডল সাহা :- পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনের দিনই গ্রেপ্তার তৃণমূল প্রার্থী।ধৃতের নাম মনোজ ঘোষ|সোমবার বীরভূমের নলহাটি থেকে গেপ্তার করল এনআইএ | দিন কয়েক আগে মহম্মদ বাজার থানা এলাকা থেকে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক-সহ বিস্ফোরক উদ্ধার হয়। সেই তদন্তে নেমে এনআইএ-র জালে তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী।এদিন নলহাটি থানায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ কুমার ঘোষকে। জেরায় মনোজের বয়ানে অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে এনআইএ-এর তদন্তকারীরা |
মনোজ কুমার ঘোষ এবার নলহাটি ১ নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর আসনে তৃণমূলের জোড়া-ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগ মনোজের হুমকিতে

এবার বেশ কয়েকজন বিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়।চলতি বছরের ২৮ জুন নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে পাথর ব্যবসায়ী মনোজ কুমার ঘোষের বাড়ি ও অফিসে হানা দেয় এনআইএর তদন্তকারী আধিকারিকরা। সেই দিনই তার অফিস ঘর থেকে উদ্ধার করা হয় অবৈধ বিষ্ফোরক। ঘটনার পর পলাতক ছিলেন মনোজ কুমার ঘোষ নামে ওই পাথর ব্যবসায়ী।এদিন দুপুরে নলহাটি থানায় পৌঁছায় এনআইএর আধিকারিকেরা। সেখানে মনোজ কুমার ঘোষ ছাড়াও বেশ কয়েকজন পাথর ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তাকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *