প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহারে স্বচ্ছতা আনতে আরও কড়া পদক্ষেপ করছে রাজ্য। দুর্নীতির আর সুযোগও থাকছে না নয়া ব্যবস্থায়। স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, এক বছরে কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে দশবার স্বাস্থ্যসাথী সংক্রান্ত অনিয়ম ধরা পড়লে স্বয়ংক্রিয় ভাবেই স্বাস্থ্যসাথী ‘ব্লক’ হয়ে যাবে। সেখানে আর স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা মিলবে না। সেই অনুযায়ী পরিবর্তন আনা হচ্ছে সফটঅয়্যারে। শুধু বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমই নয়, বারবার অনিয়ম করলে রেহাই মিলবে না চিকিৎসকদেরও। অনিয়ম ধরা পড়লে তিনিও আর স্বাস্থ্যসাথী রোগীর চিকিৎসা করতে পারবেন না। নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩ ধরনের ত্রুটির কথা।
চিহ্নিত করা হবে সেই অনুযায়ীই। গুরুতর অনিয়মের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালকে অন্তর্ভুক্ত করা হবে লাল তালিকায়। অপেক্ষাকৃত কম অনিয়মের ক্ষেত্রে আওতাভুক্ত করা হবে হলুদ এবং সবুজ তালিকার। এর জন্য নতুন সফটঅয়্যারও তৈরি করেছে স্বাস্থ্য দফতর। অন্তত দু’হাজার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে যুক্ত করা হয়েছে এর সঙ্গে। পাশাপাশি প্রায় ২০০ সরকারি চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির ভুল-ত্রুটি চিহ্নিত করার জন্য। প্রয়োজনে সর্তক করবেন তাঁরা। এ-বিষয়ে ‘স্ট্যার্ন্ডাড অপারেটিভ প্রসিডিওর’ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।স্বাস্থ্যদপ্তরের এক কর্তার কথায় যেসব হাসপাতাল স্বাস্থ্যসাথী পরিষেবা দেয় তাদের তালিকা স্বাস্থ্যসাথীর নিজস্ব পোর্টালে নথিভুক্ত করা আছে। দশবারের বেশি অনিয়ম হলেই কার্ড আর নেবে না। এমনভাবেই আপলোড করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal