প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূল নেত্রী নুসরাত জাহানের পর এবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন ইডিতে। শুক্রবার বিধাননগর পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তুলসী সিংহ রায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নামে তদন্তের আবেদন জানালেন ইডির কাছে। এ বিষয়ে তুলসী জানান, আজকে আমরা আইনজীবী এবং সমাজকর্মীর তরফে ইডির কাছে তদন্তের জন্য একটি আবেদন নিয়ে এসেছি। বিজেপি নেত্রী লকেট রোজভ্যালির(চিটফান্ড) একজন সুবিধাভোগী। সে ব্যাপারে যাতে নিরপেক্ষ তদন্ত হয়, তার জন্য ইডির কাছে একটি আবেদন জমা দিয়েছি। আমাদের কাছে তথ্য আছে কিন্তু আমরা চাই আগে ইডি তদন্ত করুক এবং এই তদন্ত চলাকালীন যদি আমাদের কোনও সহযোগিতা প্রয়োজন হয় আমরা সহযোগিতায় করব।এদিন কাউন্সিলর তুলসী সিনহা রায় বলেন, যখন রোজভ্যালি কাণ্ডে ইডি এত তদন্ত করছে সে ক্ষেত্রে তদন্তের বাইরে কেন লকেট চট্টোপাধ্যায়? সে বিজেপি সাংসদ বলে কি তদন্তের বাইরে? সেই আবেদনটাই আমরা করতে এসেছি যে তার ব্যাপারেও তদন্ত করা হোক। নিরপেক্ষ তদন্তের আশায় আমরা এখানে এই আবেদন জানিয়ে গেলাম।প্রসঙ্গত, গত ৩১ জুলাই বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ করেছিলেন ইডির কাছে। বিজেপির অভিযোগ, বহু মানুষের কাছ থকে ফ্ল্যাট দেওয়ার নামে মোটা টাকা তুলে তাঁদের প্রতারণা করেছেন তৃণমূল সাংসদ। যদিও পরবর্তী সময়ে নুসরত নিজে অবশ্য সাংবাদিক সম্মেলন করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করেছেন।এর ঠিক কয়েকদিনের মাথায় শুক্রবার ইডির দফতরে হাজির তৃণমূলও। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রোজভ্যালি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন শাসকদলের পুর প্রতিনিধির।