Breaking News

আজ থেকে শুরু হল ‘‌দুয়ারে সরকার’‌!মিলবে ৩৫টি প্রকল্পের পরিষেবা,মিলবে নতুন নতুন পরিষেবাও

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ,শুক্রবার আবার শুরু হল দুয়ারে সরকার। রাজ্যজুড়ে শুরু হল দুয়ারে সরকারের সপ্তম পর্যায়ের। আর একমাস ধরে চলবে এই দুয়ারে সরকার শিবির। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্বে ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির। আবার ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে। দুর্গাপুজোর আগে এই দুয়ারে সরকার শিবির বহু মানুষের কাছে গুরুত্বপূর্ণ। তাই আজকের এই শিবিরগুলিতে সর্বত্র ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে। আসলে সামাজিক প্রকল্পগুলি পেয়ে একটু স্বাচ্ছন্দ্যবোধ করতে চান মানুষজন। নবান্নের তরফে জানানো হয়েছে, এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যাবে বিধবা ভাতা, মেধাশ্রী, ভবিষ্যতের ক্রেডিট কার্ড এবং মাইক্রো ইরিগেশন স্কিমে। এছাড়াও কন্যাশ্রী, সবুশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের সহ প্রবীণদের জন্য পেনশন ও পরিযায়ী শ্রমিকদের নথিভূক্তকরণ মতো ৩৫টি সরকারি প্রকল্পের জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন আবেদনকারীরা।
এর আগে এ বছরই দুয়ারে সরকারে গোটা রাজ্যজুড়ে মোট ১ লক্ষ ক্যাম্পের আয়োজন করা হয়। সে সময় দুয়ারে সরকারের জন্য একটি কন্ট্রোল রুম চালু করে রাজ্য সরকার ১৮০০৩৪৫১৮৭ এই নম্বরে ফোন করে দুয়ারে সরকার সংক্রান্ত যে কোনও বিষয়ে জানতে পারবেন আবেদনকারীরা। অভিযোগও জানানো যাবে এই নম্বরের মাধ্যমে। একইসঙ্গে এই হেল্পলাইন নম্বর থেকে গাইড করা হবে কোন ক্যাম্পে কী কী সুবিধা মিলতে পারে তা নিয়েও। একটি স্ক্যানারেরও সুবিধা রয়েছে। বারকোড স্ক্যান করে নিকটবর্তী দুয়ারে সরকার প্রকল্পের যাবতীয় তথ্য জানতে পারবেন আবেদনকারীরা। এছাড়াও নিকটবর্তী সমস্ত ক্যাম্পেই থাকছে অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট বক্স।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *