দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- কোনও প্রাক্তন পড়ুয়া আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতে পারবেন না। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিং নিয়ে এক মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়নকে বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। এছাড়াও হস্টেলের ঘরে ঘরে কর্তৃপক্ষকে তল্লাশি চালাতে হবে। কোনও প্রাক্তনীর হদিশ পেলে পত্রপাঠ তাঁকে চলে যাওয়ার নির্দেশ দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের হস্টেল খালি করে দিতে হবে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃত্যুতে ৪ জন বর্তমান পড়ুয়াকে আজীবন বহিষ্কারের সুপারিশ করল অভ্যন্তরীণ তদন্ত কমিটি। পাশাপাশি ২৫ জনকে হোস্টেল থেকে বের করে দেওয়ারও সুপারিশ করা হয়েছে। ছাত্র মৃত্যুর এক মাস পেরিয়েছে। এতদিনে তৎপর কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ তদন্ত কমিটির আরও সুপারিশ, হস্টেল সুপারের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনে শাস্তি দিতে হবে। কী করে অরিত্র ওরফে ‘আলু’ একসঙ্গে এতদিনের সই করল, কর্তৃপক্ষকে তা খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে রিপোর্টে। র্যাগিংয়ে অভিযুক্ত প্রত্যেক ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃত্যুতে ৪ জন বর্তমান পড়ুয়াকে আজীবন বহিষ্কারের সুপারিশ করল অভ্যন্তরীণ তদন্ত কমিটি। পাশাপাশি ২৫ জনকে হোস্টেল থেকে বের করে দেওয়ারও সুপারিশ করা হয়েছে। ছাত্র মৃত্যুর এক মাস পেরিয়েছে। এতদিনে তৎপর কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ তদন্ত কমিটির আরও সুপারিশ, হস্টেল সুপারের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনে শাস্তি দিতে হবে। কী করে অরিত্র ওরফে ‘আলু’ একসঙ্গে এতদিনের সই করল, কর্তৃপক্ষকে তা খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে রিপোর্টে। র্যাগিংয়ে অভিযুক্ত প্রত্যেক ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে।যাদবপুরে ছাত্র মৃত্যুর পর সহ উপাচার্যের নির্দেশ অনুসারে একটি কমিটি তৈরি হয়েছিল। তারা প্রথমে একটি প্রাথমিক রিপোর্ট জমা করেছিল। এতদিনের মাথায় পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করল অভ্যন্তরীণ তদন্ত কমিটি। রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, চার জন বর্তমান পড়ুয়াকে আজীবন বহিষ্কার করতে হবে। পাশাপাশি ২৫ জন প্রাক্তনী, যাঁরা বর্তমানে হস্টেলে রয়েছে, তাঁদেরকেও বার করে দিতে হবে। উল্লেখ্য, ঠিক এই নির্দেশ মঙ্গলবারই দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপটি টি এস শিবজ্ঞানম।