প্রসেনজিৎ ধর, কলকাতা :- চলতি মাসেই বিদেশ যাবেন মুখ্যমন্ত্রী। বিদেশযাত্রার আগে মন্ত্রিসভার রদবদল নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন তিনি। সূত্রের খবর, নতুন কোনও নাম না নিয়ে আলোচনা হলেও বেশ কয়েকটি দফতরের মন্ত্রী বদলাতে পারেন তিনি।কিছুদিনের মধ্যেই স্পেনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বিদেশ সফরের আগে মন্ত্রিসভায় রদবদল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি, সূত্রের খবর এমনটাই। নতুন কোনও নামের মন্ত্রিসভায় সংযুক্তকরণ নিয়ে আলোচনা না হলেও একাধিক মন্ত্রীর দফতর বদলাতে পারে বলে জানা যাচ্ছে। নবান্নের অন্দরমহলে জল্পনা, বিদেশ সফরের আগেই এই নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খাদ্য দফতরের কিছু সিদ্ধান্ত নিয়ে খুশি নয় নবান্নের একাংশ। অন্যদিকে, পর্যটন দফতরের বিগত কাজকর্ম খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৮ অগাস্ট নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর থেকেই পর্যটন দফতরের উপর বিশেষ নজর ছিল শীর্ষ মহলের। পর্যটন দফতর এবং পর্যটন উন্নয়ন নিগমের শীর্ষ মহলের মতের অমিল সামনে এসেছিল। আর এরপর থেকেই এই নিয়ে নজরদারি শুরু করেছিল নবান্ন। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোন কোন দফতর হাতবদল হতে পারে?প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মন্ত্রিসভায় নতুন কোনও মুখ যুক্ত হচ্ছে না। কয়েকটি দফতর নিয়ে চিন্তাভাবনা চলছে। এই দফতরগুলি হল পর্যটন, খাদ্য এবং অচিরাচরিত শক্তি। সূত্রের খবর, এই দফতরগুলির কাজকর্মের উপর নিজেই নজরদারি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।