দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আশঙ্কা সত্যি হল। জেল থেকেই সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করল সিবিআই।মঙ্গলবার তাঁকে ভারচুয়ালি আদালতে পেশ করার পরই গ্রেপ্তারির নথি আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তদন্তের স্বার্থে সুজয়কৃষ্ণকে নিজেদের হেফাজতে চাইছে সিবিআই। এদিকে তাঁর তীব্র বিরোধিতা করেছেন কালীঘাটের কাকুর আইনজীবী। প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে জামিনে পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তবে এখনও জেল মুক্তি ঘটেনি। উপরন্তু সুজয়কৃষ্ণ জামিন পাওয়ার পরই সিবিআইয়ের তরফে তাঁর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। এ ব্যাপারে গত মঙ্গলবারই সিবিআইয়ের আইনজীবী আদালতকে এও বলেছিলেন, ‘সুজয়কৃষ্ণ ভদ্র অলরেডি অ্যারেস্টড। তাঁকে গ্রেফতার করার জন্য আমাদের অনুমতির দরকার নেই!’ তখনই বিভিন্ন মহলের তরফে ধারণা করা হয়েছিল, যে ইডি মামলায় জামিন পেলেও ফের সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে।প্রাথমিকের মামলায় সিবিআই গ্রেপ্তার করতে পারে, এই আশঙ্কায় আগেই হাই কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন কালীঘাটের কাকু। প্রোডাকশান ওয়ারেন্ট সংক্রান্ত জটিলতার কারণে তা খারিজ করে দেয় হাই কোর্ট। তার ঠিক পরেরদিনই অন্য মামলায় সুজয়কৃষ্ণকে ভারচুয়ালি পেশ করা হয় আদালতে। সেখানেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে শোন অ্যারেস্ট দেখায় সিবিআই। বিরোধিতা করে কালীঘাটের কাকুর আইনজীবী বলেন, “ওনাকে আটকে রাখতেই এখন গ্রেপ্তার করতে চাইছে সিবিআই। ২৫ নভেম্বর ইডি মামলায় হাই কোর্টে জামিনের আবেদনের শুনানি শেষ হয়ে গিয়েছে। তারপরই সিবিআই শোন অ্যারেস্ট দেখাচ্ছে। এতেই স্পষ্ট যে ওনাকে আটকে রাখতেই হেফাজতে চাওয়া হচ্ছে।”