প্রসেনজিৎ ধর, কলকাতা :-বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এটাই এখন সব রাজনৈতিক দলের পাখির চোখ। সেটা মাথায় রেখেই সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দেশের তামাম বিরোধীরা ইন্ডিয়া জোট করেছেন। এবার লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন।রবিবার বাংলায় আসছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামীকাল রবিবার রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের দু’জন ডেপুটি নির্বাচন কমিশনার। নীতেশ ভ্যাস এবং ধর্মেন্দ্র শর্মা। তাঁদের এই হঠাৎ আগমনেই নানা গুঞ্জন তৈরি হয়েছে। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনে এগিয়ে আসা নিয়ে নানা কথা চাউর হচ্ছে। তবে ভোটার তালিকায় নাম সংযুক্তিকরণ এবং পরিমার্জন–সহ প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন ওই দুই সদস্য বলে সূত্রের খবর। তার পর সোমবার দিন বৈঠকে বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের অন্যান্য অফিসারদের সঙ্গে।এই বৈঠকের পর আর একটি বৈঠক হবে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের সব জেলার জেলাশাসককে। কারণ এখনও পর্যন্ত ধরা হচ্ছে ৪২টি লোকসভা কেন্দ্রকে। তবে নতুন আইন নিয়ে এসে কেন্দ্রীয় সরকার লোকসভা কেন্দ্রের সংখ্যা বাড়াবে কিনা সেটা ক্রমশ প্রকাশ্য। তবে গত জুলাই মাসে রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। আর দুর্গাপুজোর আগে নির্বাচন কমিশনের টিম আসার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই রাজ্যের ইভিএম পরীক্ষার কাজ শুরু করেছে কমিশন। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। একই সঙ্গে পরীক্ষা চলছে ভিভিপ্যাটের।