দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি নিতে শুরু করেছে বহু পুজো কমিটি। প্রতিবছরই দুর্গাপুজোর হোর্ডিং, ব্যানার লাগানো এবং মণ্ডপ তৈরিকে কেন্দ্র করে গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। তবে এবার পুজোকে কেন্দ্র করে গাছ কাটা রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। গাছ কাটার কোনও অভিযোগ পেলেই এফআইআর করতে হবে সাফ জানিয়ে দিয়েছেন মেয়র। সোমবার দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সমন্বয়ে বৈঠক হয়। সেই বৈঠকে এই বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম। উৎসবের দিনগুলিতে পুরসভার যাবতীয় পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, তার জন্য এ দিন রাজ্য ও কেন্দ্রের একাধিক দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মেয়র। পুজোর হোর্ডিং বসানো বা মণ্ডপ তৈরির জন্য গাছ কাটার অভিযোগ প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, ‘‘হোর্ডিং বসানোর নামে সবুজ যাতে ধ্বংস করা না হয়, সে বিষয়ে পুরসভার উদ্যান বিভাগকে সজাগ থাকতে হবে। অভিযোগ পেলেই থানায় এফআইআর করতে হবে।’’ মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার জানান, তাঁর রাসবিহারী বিধানসভা কেন্দ্র এলাকায় পুজোর বাঁশ গাছের সঙ্গে বেঁধে এমন ভাবে পোঁতা হয়েছে যে, তাতে গাছের ক্ষতি হতে পারে। তিনি বলেন, ‘‘গাছের কোনও রকম ক্ষতি যাতে না হয়, সে বিষয়ে বরো ইঞ্জিনিয়ারদের সতর্ক করেছি।’’এদিন মেয়র জানান, ‘কোনওভাবেই গাছ কাটা যাবে না। আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি গাছ কাটলে এফআইআর করতে হবে।’কলকাতা পুরসভার চেম্বার কাউন্সিলে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মেয়র ছাড়াও পুরসভার কমিশনার বিনোদ কুমার, বিভাগীয় ডি জি, বোরো চেয়ারম্যান–সহ কাউন্সিলর, কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং দমকল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মণ্ডপ তৈরি বা হোর্ডিং লাগানোর জন্য গাছ কাটার অভিযোগ শুনে কার্যত ক্ষোভে ফেটে পড়েন মেয়র। এ বিষয়ে তিনি পুরসভার উদ্যান বিভাগকে সতর্ক থাকতে বলেছেন। তাঁর স্পষ্ট কথা, হোর্ডিংয়ের নামে সবুজ ধ্বংস করা চলবে না। এ বিষয়ে উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, পুজোকে ঘিরে গাছের যেন কোনও ক্ষতি না হয় সে বিষয়ে বোরো ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে।