প্রসেনজিৎ ধর,কলকাতা :-রাজ্যে লগ্নি টানতে দুবাই ও স্পেনের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল সকাল কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান তিনি। সাড়ে ন’টার কিছু আগেই বিমানবন্দরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে দুবাইগামী যে বিমানটিতে মুখ্যমন্ত্রী যাত্রা করছেন, সেটি কলকাতা বিমানবন্দর থেকে সকাল ৯ টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু বিমান নির্ধারিত সময়ে ছাড়েনি বলেই জানা যাচ্ছে। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় দেরিতে কলকাতা থেকে রওনা দিল মুখ্যমন্ত্রীর বিমান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের সফরসূচির বিস্তারিত জানান। পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশে তাঁর শুভেচ্ছাবার্তা, ”সকলে সুস্থ থাকবেন, ভাল থাকবেন।” সঙ্গে বড়সড় প্রতিনিধিদল। রয়েছেন ময়দানের তিন ফুটবল ক্লাবের কর্তা, বই প্রকাশকদের একটি দল। এদিন সকালের বিমানে মুখ্যমন্ত্রী-সহ প্রতিনিধিদলটি প্রথমে যাবেন দুবাই। সেখানে প্রায় ১৮ ঘণ্টার বিরতি। তারপর দুবাই থেকে স্পেনের উদ্দেশে রওনা দেবেন। স্পেন পৌঁছবেন বুধবার। মাদ্রিদ, বার্সেলোনা শহরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানকার ফুটবল ক্লাব ও বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক রয়েছে। লক্ষ্য একটাই, রাজ্যের জন্য বিদেশি লগ্নির রাস্তা আরও প্রশস্ত করা।আজ সবাই নির্ধারিত সময়েই বিমানবন্দরে পৌঁছে যান। সেখানে গিয়ে জানতে পারেন, এমিরেটস–এর বিশেষ বিমান অন্তত দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে। তখন দমদম বিমানবন্দর থেকে বিমান উড়ে যাবে দুবাই। সেখানে বিশ্রাম করতে হয় সকলকে। ‘কর্মতৎপর’ মুখ্যমন্ত্রীর এখানে বিশ্রাম ছাড়া কিছু করার ছিল না। তখন তিনি বিশ্ব বাংলার স্টল ঘুরে দেখেন।সেখানে সবকিছু ঘুরে দেখেন। কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং বিদেশ যাত্রার আগে রং ছুঁইয়ে দেন দুর্গা মূর্তিতে। অবশেষে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের অনুমতি মিলেছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ দিন বিদেশে থাকাকালীন রোজই তিনি জরুরি বৈঠকে করবেন বলে সূত্রের খবর। এমনকী বিদেশ থেকেও নবান্ন সামলাবেন।