Breaking News

স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে আটকে দিলেন তাঁর দলের কর্মীরাই!

প্রসেনজিৎ ধর :-বাঁকুড়ার বিজেপি পার্টি অফিসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে তালাবন্ধ করে দিলেন তাঁর দলের কর্মীরাই। এমনকি, সুভাষকে ‘দূর হঠো’ স্লোগানও দেন বিজেপি গেরুয়া কর্মীরা। অভিযোগ, জেলায় একনায়কতন্ত্র চালু করে দলের ক্ষতি করছেন সুভাষ সরকার। পাশাপাশি, পঞ্চায়েতে হারের জন্যও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীই দায়ী এরকম অভিযোগও রয়েছে কর্মীদের।দলের কর্মীদেরই বিক্ষোভের শিকার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুভাষ সরকার। বিজেপি-র কার্যালয়ে তাঁকে তালাবন্দি করে রেখে বিক্ষোভ বিজেপির একাংশের। শুধু তাই নয়, বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলকেও হেনস্থা ও মারধরের অভিযোগ। যার জেরে বিজেপি জেলা কার্যালয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে সিআইএসএফের বিরাট বাহিনী মন্ত্রীকে এসে দলীয় কার্যালয় থেকে উদ্ধার করে নিয়ে যায়।গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। মিটিং চলাকালীন আচমকাই সেখানে হাজির হন বিজেপি-র কয়েকজন কর্মী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে যে কক্ষে বৈঠক চলছিল সেই কক্ষের দরজায় তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। শুরু হয় ব্যাপক গণ্ডগোল। ক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, সুভাষ সরকার দল পরিচালনার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছেন। কাছের লোকেদের দলের পদ পাইয়ে দেওয়া হচ্ছে। ‘সুভাষ সরকার দূর হটো’ স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে আক্রান্ত হন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *