Breaking News

কলকাতা পুরসভায় তুমুল মারপিট!মেয়রের সামনেই হাতাহাতি শাসক-বিরোধী কাউন্সিলরদের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা পুরসভায় আবার মারামারি। কয়েকদিন আগেও এমন ঘটনা ঘটেছিল। তার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আজ, শনিবার মারপিঠে জড়িয়ে পড়লেন তৃণমূল এবং বিজেপির কাউন্সিলররা। তুমুল মারামারিতে কলঙ্কজনক অধ্যায় হয়ে রইল খাস কলকাতা পুরসভায়। এই দুই দলের কাউন্সিলরদের মারামারি থামাতে গিয়ে ঘাম ছুটে যায় মেয়র ফিরহাদ হাকিমের। কলকাতা পুরসভার ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা ঘটল অধিবেশন কক্ষে। প্রথমে বচসা, তারপর তা থেকে সরাসরি হাতাহাতি। একে অন্যেক কলার চেপে ধরার মতো ঘটনা ঘটেছে বলে খবর।শনিবার অধিবেশন চলাকালীন কার্যত বিশৃঙ্খলা সৃষ্টি হয় কলকাতা পুরসভায়।দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের অধিবেশন শুরু হয়। কিন্তু সেইসময় ওয়াকআউট করে বিজেপি। পরে অশান্তিতে জড়িয়ে পড়া বিজেপির দুই কাউন্সিলর সজল ঘোষ ও অসীম বসুকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারপার্সন মালা রায়।এদিন অধিবেশন চলাকালীন মেয়র ফিরহাদ হাকিম বলেন, “পুরসভায় বিরোধী নেই। বিরোধীদের সংখ্যা এত কমে গিয়েছে আমাদের মধ্যে থেকেই বিরোধীদের আসনে বসাতে হবে।” উত্তরে বিজেপির কাউন্সিলর সজল ঘোষ বলেন, “মেয়রকে দেখলেও মাঝেমধ্যে বিরোধীই মনে হয়।” পালটা চেয়ারপার্সন মালা রায় বলেন, “আমরাও বিরোধী ছিলাম। আমাদের বিরোধিতা শেখাবেন না।” এসময় টেবিল বাজাতে শুরু করেন তৃণমূল কাউন্সিলররা। বিষয়টিকে কটাক্ষ করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বলেন, “এই তো দলের সংস্কৃতি।” এরপরই বিজেপি কাউন্সিলরদের দিকে তেড়ে যান তৃণমূল কাউন্সিলর অসীম বসু। বলেন, “আমাদেরও পরিবার আছে। সংস্কৃতি তুলে কথা বলবেন না।” এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এরপরই মেয়রের সামনেই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার অনুরোধ করেন মেয়র ফিরহাম হাকিম। কিন্তু তাতে কোনওপক্ষই কর্ণপাত করেনি। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুরু হয় অধিবেশন। কিন্তু ওয়াকআউট করে বিজেপি। সজল ঘোষ বলেন, “তৃণমূল কাউন্সিলর অসীম বসু একটা তোলাবাজ।” পালটা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, “বিজেপি কাউন্সিলররা সকলকে চোর বলেন। আসলে যাঁরা নিজেরা চোর, তাঁদের কাছে সারা পৃথিবীই চোর। আমায় চোর বললে আমি শান্ত থাকি। মাথা গরম করি না। কিন্তু সবাই তো সমান নয়। প্রত্যেকের পরিবার আছে। ব্যক্তিগত আক্রমণ করবেন না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *