প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতির তদন্তে ফের তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৩ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ওই দিন রাজ্যের প্রাপ্য আদায়ে দিল্লির যন্তনমন্তরে তৃণমূলের ধরনায় হাজির থাকার কথা অভিষেকের। সেদিনই তাঁকে তলব করায় ফের একবার রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করছে তৃণমূল। সেই নোটিসের কথা এক্স মাধ্যমে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি উল্লেখ করেছেন, ‘রাজ্যের প্রাপ্য টাকার দাবি জানিয়ে যে দিন দিল্লিতে কর্মসূচি রয়েছে, সেদিনই তলব করা হল। এতেই প্রমাণ হয় আসলে কারা ভয় পাচ্ছে।’ চলতি মাসেই ইডি তলব করেছিল অভিষেককে। প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে অভিষেক দাবি করেছিলেন, অন্তঃসারশূন্য। তৃণমূল সূত্রে খবর, ওইদিন ইডি-র তলবে সাড়া দেওয়ার সম্ভাবনা কম। ২ ও ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি হওয়ার কথা তৃণমূলের। অভিষেকের নেতৃত্বে সেই কর্মসূচিতে যোগ দেবেন কয়েক হাজার কর্মী। তাই ওই কর্মসূচি ছেড়ে অভিষেক কলকাতায় হাজিরা দিতে আসবেন না বলেই মনে করা হচ্ছে।বৃহস্পতিবার সমন পাওয়ার পর এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, তাঁকে আরও একটি নোটিস দেওয়া হয়েছে। ৩ অক্টোবর অর্থাৎ যে দিন রাজ্যের দাবি নিয়ে দিল্লিতে ধরনা দেওয়ার কথা সে দিনই হাজির হতে বলা হয়েছে তাঁকে। এ কথা উল্লেখ করে অভিষেক লিখেছেন, “স্পষ্ট বোঝা যাচ্ছে, কারা বিচলিত, কারা ভয় পেয়েছে।” তবে হাজিরা দেবেন কি না, তা স্পষ্ট করেননি অভিষেক।ইডি এই নোটিস পাঠানোর পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না। সেই টাকা আদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসেছিলেন। আমাদের কর্মসূচি ২ আর ৩ অক্টোবর। নেতৃত্ব যাচ্ছেন। অভিষেকের একটা কর্মসূচি থাকলেই তাঁকে এজেন্সি ডেকে পাঠাচ্ছে। তাঁকে বিরক্ত করা উত্যক্ত করা একটা কাজ।!