দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন জানাল সিবিআই। এজেন্সির তরফে দাবি করা হয়েছে, তাঁদের হাতে কিছু নতুন তথ্য এসেছে যা এই তদন্তের নিষ্পত্তিতে সাহায্য করবে। কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন পার্থ চট্টোপাধ্যায়কে আরও একবার জিজ্ঞাসাবাদ। আর এই মর্মেই কিন্তু আলিপুরের বিশেষ আদালতে আবেদন জানাল সিবিআই।নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই | তদন্তকারীদের দাবি, কমিটি তৈরি করে নষ্ট করা হয়েছে আসল ওএমআর শিট। এই সংক্রান্ত একাধিক তথ্যের জন্য আবার পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে চায় বলে আদালতে জানাল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে গতবছর গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সেই থেকে জেলবন্দি তিনি। একাধিকবার জামিনের আরজি জানানো হলেও বারবার তা খারিজ হয়ে গিয়েছে। বুধবার ফের আলিপুর আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে বিস্ফোরক অভিযোগ করে সিবিআই। তাঁদের দাবি, চাকরি প্রার্থীদের বয়স বাড়ানোর বেশ কিছু প্রমাণ মিলেছে। এখানেই শেষ নয়। সিবিআইয়ের দাবি, ওএমআর শিট নষ্ট করার জন্যে তৈরি করা হয়েছিল বিশেষ কমিটি। তার পরিপ্রেক্ষিতেই এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে ফের জেরা করার অনুমতি চেয়েছে সিবিআই। তদন্তকারীদের দাবি, পার্থকে জেরা করতে একাধিক তথ্য মিলতে পারে। এদিন আদালত থেকে বেরনোর সময় প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, সিবিআই যদি ফের জেরা করে সেক্ষেত্রেও পূর্ণ সহযোগিতা করবেন তিনি।