Breaking News

নবান্নের সামনে বাম ছাত্র-যুব সংগঠনের অভিযান শুরু হতেই ধুন্ধুমার!

দেবরীনা মণ্ডল সাহা :- বাম ছাত্র যুবদের মিছিলের আগেই রণক্ষেত্র নবান্ন চত্বর | বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযানের শুরুতেই ধুন্ধুমার | পুলিশের কড়া নজরদারি এড়িয়ে বৃহস্পতিবার দিনের শুরুতেই আচমকা একেবারে নবান্নের সামনে চলে আসেন সিপিএম বিধায়ক তথা বাম ছাত্র নেতা ইব্রাহিম আলি বলে অভিযোগ,সঙ্গে ছিলেন আরও কয়েকজন | নবান্নের মূল ফটকে ডিওয়াইএফআই-এর পতাকা লাগানোর চেষ্টা ঘিরে পুলিশ ও বাম যুব ছাত্রদের মধ্যে ধস্তাধস্তির অভিযোগ ওঠে | ইব্রাহিম-সহ ৫ জনকে পুলিশের ভ্যানে তোলা হয় বলে অভিযোগ | এ নিয়ে দিনের শুরুতে নবান্ন অভিযান নিয়ে অশান্তি ছড়াল | শূন্যপদে নিয়োগ, সকলের জন্য খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার অধিকার-সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র-যুব সংগঠন| এসএফআই, ছাত্র ফেডারেশন, ডিওয়াইএফআই সহ মোট ৮ বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের সঙ্গে এই কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে কংগ্রেসের ছাত্র, যুব সংগঠনকেও | সবমিলিয়ে ১০ টি সংগঠনের ডাকে এদিন নবান্ন অভিযানে নামে বাম ও কংগ্রেস কর্মীরা|সেইমতো বৃহস্পতিবার নানা দিক থেকে মিছিল করে নবান্নমুখী হন বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যরা | হাওড়া, শিয়ালদহ থেকে দুটি বড় মিছিল বের হয় | এই মিছিল ঘিরে সকাল থেকেই প্রস্তুতি দেখা যায় কলকাতা পুলিশের | ডোরিনা ক্রসিং ও সংলগ্ন এলাকা মুড়ে ফেলা হয় নিরাপত্তার ঘেরাটোপে| প্রায় ৫ হাজার পুলিশ নামানো হয় শহরের বুকে| লালবাজার কনট্রোল রুম থেকেও চলে নজরদারি | এরই মধ্যে মিছিল শুরু আগেই নবান্নের কাছে ছন্দ কাটে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *