দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের| প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকেও এবার সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ওএমআর শিট সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় | শুধু গৌতম পালকেই নয়, সঙ্গে পর্ষদ সচিব পার্থ কর্মকারকেও জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়েছে। বিচারপতি জানিয়েছেন, পর্ষদের বাকি সদস্যদের কীভাবে, কবে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, সেই বিষয়ে তদন্তকারী সংস্থার স্বাধীনতা থাকবে। বুধবারই সন্ধে ৬ টায় পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল ও পর্ষদ সচিব পার্থ কর্মকারকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।ওএমআর শিট দুর্নীতি মামলায় চতুর্থীতে হাই কোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই। ওই রিপোর্টে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ওএমআর শিটের ডিজিটাইজ ডেটার বদলে পর্ষদের তরফে প্রিন্ট করে কপি দেওয়া হয়েছে। হাই কোর্টের দাবি, সিবিআই রিপোর্টে স্পষ্ট যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য দুর্নীতিতে পুরোপুরি যুক্ত। দুর্নীতির স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে ওএমআর শিটের ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও দাবি হাই কোর্টের।আর এই রিপোর্টের পর হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ এই সংক্রান্ত আরও তথ্যের খোঁজে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং ডেপুটি সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ডেপুটি সেক্রেটারিকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তাঁরা তদন্তে সহযোগিতা না করেন, তবে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।