দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পর এবার সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্যদের নামে থাকা দুই কাগুজে কোম্পানির প্রায় ১৬ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি। এই দু’টি কোম্পানি বাঁকুড়ার ঠিকানায় রেজিস্টার্ড। রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবারই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবার বা ঘনিষ্ঠদের নামে থাকা দুই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে প্রায় ১৬ কোটি টাকা রয়েছে বলে ইডি সূত্রের খবর।মন্ত্রী ঘনিষ্ঠদের অ্যাকাউন্টেও ফ্রিজ করা হল। মোট ১৬ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। জেরা করা হচ্ছে জ্যোতিপ্রিয় আপ্ত সহায়ক অমিত দেকেও।ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয়, তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে দুর্নীতির টাকা ঢুকেছে বলে তারা সন্দেহ করছেন। সেই কারণেই ওইসব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ইডির নজরে বর্তমানে যেসব বিষয় রয়েছে তা হল একাধিক বেনামি অ্যাকাউন্ট ও সম্পত্তি। এনিয়ে তদন্ত করতে গিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে বহু জায়গায় বিপুল টাকা বিনিয়োগ করা হয়েছে। অন্য অনেকের অ্যাকাউন্ট বা ব্যবসা ব্যবহার করে টাকা সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ বিভিন্ন লোক, সেল কেম্পানিকে টাকা সরাতে ব্যবহার করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মানুষজনকে জেরা করছে ইডি।বালুর সিএ যে সংস্থাগুলি নিয়ে তথ্য দিয়েছিলেন। সিএ দাবি করেছিলেন, ওই সংস্থাগুলোয় ২০ কোটি টাকা সরানো হয়েছিল এবং তা জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে হয়েছিল। শুক্রবার আদালতেও তা ওঠে। এরপরই দেখা গেল ওই দু’টি সংস্থার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। মূলত বাঁকুড়ায় এই দুই সংস্থার রেজিস্ট্রার্ড অফিস। এই মামলায় এই প্রথম মোটা অঙ্কের টাকা বাজেয়াপ্ত করল ইডি।