প্রসেনজিৎ ধর, কলকাতা :- স্থিতিশীল আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্যারামিটার স্বাভাবিক থাকায় মন্ত্রীকে কেবিনে স্থানান্তর। সার্ভাইকাল স্পাইনে সামান্য সমস্যা। বোর্ডে যুক্ত নিউরোসাইকিয়াট্রিস্ট, স্পাইন সার্জেনও। সোমবার বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত। সারভাইক্যাল স্পাইনে সামান্য সমস্যা থাকার কারণ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এমআরআই করা হয়েছে। মন্ত্রীর বাঁদিকের উপরের অংশ এবং নীচের অঙ্গগুলির হালকা দুর্বলতা রয়েছে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল।রবিবারই তাঁর হোল্টার মনিটারিং শেষ হয়েছে। সাধারণ ডায়াবেটিক খাদ্য দেওয়া হচ্ছে তাঁকে। আজ সোমবার তাঁকে ছেড়ে দেওয়া যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। শুধুমাত্র হাইপার টেনশন আর ডায়াবেটিস ছাড়া আর কোনও কিছুই উদ্বেগের বিষয় নেই বলেই খবর হাসপাতাল সূত্রে। ডায়াবেটিসের জন্য যে নিয়মিত ওষুধ জ্যোতিপ্রিয় মল্লিকের চলে সেই ওষুধই এখন দেওয়া হচ্ছে তাঁকে। অন্যদিকে রবিরারের মেডিকেল রিপোর্ট নিয়ে আদালতে যাবে ইডি। সেখানে কী নির্দেশ হয় তার উপর মূলত নির্ভর করবে আজ জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা। মন্ত্রীর মেডিক্যাল বোর্ডে রয়েছেন, মেডিসিন, নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, নিউরো-সাইকিয়াট্রিস্ট, নিউরোসার্জন, স্পাইন সার্জনরা। তারাই সিদ্ধান্ত নেবেন। ইডির পরিকল্পনা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানকে মুখোমুখি বসিয়ে জেরা করার। তবে মন্ত্রীর শরীর খারাপ হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। কারণ আজকেই শেষ হচ্ছে বাকিবুরের ইডি হেফাজতের মেয়াদ। অন্য দিকে মন্ত্রীর ইডি হেফাজতের মেয়াদ শুরু হবে হাসপাতাল থেকে ছাড়া পেলে।