Breaking News

‘মমতাদি সব জানে, আমি দলের সঙ্গে আছি’, জোর গলায় নিজেকে ‘নির্দোষ’ দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-গ্রেফতার হওয়ার এক সপ্তাহ পর ফের মুখ খুললেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হওয়ার পরই তিনি দাবি করেছিলেন তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আর এবার তিনি দাবি করলেন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। আজ, শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বালুকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়। যাওয়ার পথে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে মন্ত্রী বলেন, ‘মমতাদি সব জানেন।’রেশন দুর্নীতি মামলায় ইডির জালে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত ইডি হেফাজতেই রয়েছেন তিনি। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে। স্বাস্থ্যপরীক্ষা করাতে বেরনোর সময় মুখ খুললেন জ্যোতিপ্রিয়। নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, “মমতাদি-অভিষেক সব জানে। বিজেপি আমাকে ফাঁসিয়েছে। দলের পাশে ছিলাম, আছি, থাকব। দল আমার পাশে আছে। আমি নির্দোষ। ৪ দিনের মধ্যে আমি মুক্ত হয়ে গিয়েছি। ২ দিনের মধ্যে সত্য প্রকাশ হবে। খুব তাড়াতাড়ি আমি ছাড়া পাব।”বিজেপির তাঁকে ফাঁসানো নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “আসলে ফাঁসানো বক্তব্যটা অন্য কোনও দিকে নির্দেশ করা আছে। এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই দুর্নীতিতে প্রান্তিক মানুষের চাল, গম, চিনি লুঠ হয়ে গিয়েছে। কৃষককে কম দামে ফসল বিক্রি করতে বাধ্য করা হয়েছে। কোনও জায়গায় কেউ ন্যূনতম সাহায্যমূল্য পায়নি। ন্যূনতম সংগ্রহ মূল্য থেকে কৃষকদের বঞ্চিত করে চাল সংগ্রহ করা হয়েছে। ডিস্ট্রিবিউটর মিল মালিকদের সঙ্গে যোগসাজশ করে বছরের পর বছর ভুয়ো রেশন কার্ডের মধ্যে দিয়ে একটা লুঠ সংঘটিত হয়েছে। এই লুঠ তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই শুরু। বায়োমেট্রিকসে দেখা গিয়েছে, ১ কোটির বেশি ভুয়ো রেশন কার্ড।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *