Breaking News

কালীপুজো-দীপাবলি সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রস্তুত কলকাতা পুলিশ!ভিড় সামলাতে শহরে নামছে প্রায় পাঁচ হাজার পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দীপান্বিতা কালীপুজোয় শহরে বাড়ছে নিরাপত্তা। কালীপুজোয় অতিরিক্ত প্রায় ৫ হাজার পুলিশ মোতায়ন করা হবে। ১৩ নভেম্বর প্রতিমা নিরঞ্জন। সেদিন মোতায়েন থাকবে প্রায় ৬ হাজার পুলিশ। কালীপুজোর নিরাপত্তায় ২১ জন ডিসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন। ৩৫ জন এসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন। শহরের ঐতিহ্যবাহী যেসব কালীমন্দির আছে, সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়ন রাখবে কলকাতা পুলিশ।কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি ফাটানোর অনুমতি দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। গত বছরও রাত ১০টা পর্যন্ত বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু ১০টার পরও বিভিন্ন জায়গা বাজি ফাটানো হয়েছিল। বাজি ফাটানো নিয়ে অনেক সময় এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। বিশেষ করে বহুতলগুলিতে বাজি ফাটানো নিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। আলোর উৎসব যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেজন‌্য আবাসন কর্তৃপক্ষদের সঙ্গে মিটিং করছে স্থানীয় থানার ওসিরা। উৎসব যাতে কারও বিড়ম্বনা না হয় তা নিয়ে আবাসিকদের সচেতন করছে পুলিশ।শহরের বড় বড় আবাসনের কমিটির সঙ্গে ইতিমধ্যেই স্থানীয় থানার তরফে বৈঠক করা হয়েছে। কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে সে বিষয়ে বলা হয়েছে কলকতা পুলিশের তরফে। বিশেষ করে শব্দবাজি এবং আতসবাজি নিয়ে সতর্ক করা হচ্ছে।গত ২ নভেম্বর থেকেই শহরের বিভিন্ন প্রবেশ ও বেরোনোর পয়েন্টগুলিতে নাকা তল্লাশি চলছে। বাইরে থেকে কোনও বেআইনিভাবে শব্দবাজি ঢুকছে কি না তার উপরেও নজরদারি চালানো হচ্ছে। শহরে যে সমস্ত বাজি বাজার চলছে, সেখানে কী ধরনের বাজি বিক্রি হচ্ছে তা নিয়েও কলকাতা পুলিশের টিম নজরদারি চালাচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *