দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় ফের অগ্নিকাণ্ড। চাঁদনি চকে একটি বহুতলে আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিনের ঘণ্টা দু’য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শনিবার সকালে ৯ নম্বর ম্যাডান স্ট্রিট এলাকায় আগুন লাগে। সকাল সাড়ে ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পায় দমকল। দুপুর ১২টা ৫০ মিনিটে আগুন আয়ত্তে আনে দমকল। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।ধোঁয়া বেশি থাকায় মাস্ক পরে ওই বহুতলে ঢোকেন দমকল কর্মীরা। ভিতরে ঢোকেন দুজন। শুরু হয় আগুনের উৎস খোঁজার কাজ। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। এদিকে, বহুতলে আগুন লাগায় আতঙ্কিত আবাসিকরা। চলছে বহুতল ফাঁকা করার কাজ।সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কি না সেটা দেখা হচ্ছে। প্রচুর দাহ্য পদার্থ রয়েছে ওই বহুতলে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেটাও দেখা হচ্ছে। কারণ ঘিঞ্জি এলাকায় রয়েছে ওই বহুতল। আগুন ছড়িয়ে পড়লে বড় বিপত্তি হয়ে যেতে পারতো । এদিকে ধনতেরসের দিনে এভাবে আগুন লাগার ঘটনার জেরে এলাকায় ব্যপক উদ্বেগ ছড়িয়েছে।