প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্টে ‘সাময়িক স্বস্তি’ পেলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আপাতত তাঁর বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। শান্তিনিকেতন থানার জারি করা নোটিসের উপর স্থগিতাদেশ জারি বিচারপতি জয় সেনগুপ্তের। বিচারপতি সেনগুপ্ত প্রশ্ন করেন, মাত্র এক দিনের নোটিসে কী ভাবে পাঁচটি মামলায় জিজ্ঞাসাবাদের নোটিস দেওয়া হল?আদালত জানায়, ১৪ নভেম্বরের পরিবর্তে ২০ এবং ২২ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। শনিবারের মধ্যে বিদ্যুৎকে এফআইআরের কপি দেবে শান্তিনিকেতন থানা। তবে নতুন করে নোটিস জারি করে তবেই জিজ্ঞাসাবাদ করা যাবে।
হাইকোর্টের নির্দেশ, ২০ নভেম্বর ৩টি মামলা এবং ২২ নভেম্বর দু’টি মামলায় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। প্রতিটি মামলায় এক ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা যাবে।বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী শুক্রবার আদালতে জানান, ‘প্রাক্তন উপাচার্যকে ৫টি মামলায় ৭টি নোটিস দেওয়া হয়েছে। শান্তিনিকেতন থানা থেকে নোটিস দেওয়া হয়। বিভিন্ন অফিসার বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন। জামিন যোগ্য নয়, এমন ধারা দেওয়া হয়।’ একইসঙ্গে বিদ্যুতের অভিযোগ, কোনও এফআইআর আপলোডও করা হয়নি কোথাও। ফলে কারা অভিযোগ করেছেন সেটাও স্পষ্ট নয়।রাজ্যের আইনজীবী তপন চক্রবর্তী বলেন, ‘কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না। জিজ্ঞাসাবাদই করা হবে। ওনাকে সহযোগিতা করতে থানায় যেতে হবে।’ এরপরই বিচারপতি সেনগুপ্ত জানতে চান, একদিনের নোটিসে কি তাঁকে ডেকে পাঠানো হচ্ছে? বিদ্যুৎ আদালতকে জানান, ‘শেষ ৫ বছরে আমি অনেক কিছুর সম্মুখীন হয়েছি। যা সঠিক, সেই সিদ্ধান্ত নেওয়ায় এই সমস্যায় পড়তে হয়েছে।’ ২৯ নভেম্বর আবারও এই মামলা শুনবে আদালত।