প্রসেনজিৎ ধর, কলকাতা :- বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে তৃণমূলের জেলা সংগঠনে ঢালাও পরিবর্তন। একাধিক সাংগঠনিক জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের পদে বদল আনা হয়েছে। তার মধ্যে সাম্প্রতিক ঘটনা পরম্পরার নিরিখে কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় বড় পরিবর্তন। বিতর্কের আবহেই কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হল মহুয়া মৈত্রকে। আগে এখানে সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন কল্লোল খাঁ। বর্তমান পরিস্থিতিতে এই পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কৃষ্ণনগরের সাংসদ মহুয়াকে জেলা সভানেত্রীর দায়িত্বে বসিয়ে কি পাশে থাকার বার্তা দিল তৃণমূল?সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে ‘বিতর্কের আবহে’ তাঁকে সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল তৃণমূল। সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় সাংগঠনিক রদবদলের তালিকা প্রকাশ করেছে বাংলার শাসক দল। তাতে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হয়েছে সাংসদ মহুয়াকে। চেয়ারপার্সন করা হয়েছে চাপড়ার বিধায়ক রুকবানুর রহমানকে। দলের সিদ্ধান্ত জানার পর মহুয়া এক্স হ্যান্ডলে দলকে ধন্যবাদ জানিয়েছেন।