প্রসেনজিৎ ধর, কলকাতা :- বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এবার সব সাংসদ টিকিট পাবেন না বলেই সূত্রের খবর। আবার দু’একজন দাঁড়াতে চান বলে দলকে জানিয়েছে বলেও খবর। এমন এক আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২০ মিনিট পৃথক আলোচনা করলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। কারা টিকিট পাবে, আর কারা টিকিট পাবেন না সেই তালিকা এখনও চূড়ান্ত হয়নি। তবে একটা খসড়া তৈরি হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। তারপরই দেবের এই পৃথক বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।সোমবার একটি ঘটনার পর দেবকে নিয়ে জল্পনা ছড়িয়েছে তৃণমূলের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোর দিন যেতে পারেননি দেব। সেদিন সন্ধেবেলা গিয়েছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী আর একটু রাতের দিকে পৌঁছেছিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। দেব মমতার বাড়িতে গিয়েছিলেন সোমবার বিকেলে। মুখ্যমন্ত্রীর বাড়িতে দধিকর্মা খুব নিষ্ঠাভরে হয়। জানা গিয়েছে, দেব যাওয়ার পর তাঁর বাড়ির অফিসে তাঁকে নিয়ে প্রায় কুড়ি মিনিট ধরে কথা বলেন তৃণমূলনেত্রী। দুজনের মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। তবে অনেকে মনে করছেন, দেব যাতে পুনরায় ঘাটাল থেকে লোকসভায় প্রার্থী হন সে ব্যাপারে হয়তো বোঝানোর চেষ্টা হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতার কথায়, লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় এবার অন্তত কুড়ি জন নতুন মুখ আনতে হবে দলকে। সাংসদদের অনেকে টিকিট নাও পেতে পারেন। তবে কারা পাবেন আর কারা পাবেন না সেটা প্রকাশ করার মতো সময় আসেনি। উল্লেখ্য, ২০১৪ সালে ঘাটাল থেকে প্রথমবার প্রার্থী জয়ী হন দেব। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও জিতেছেন তিনি। তাঁর সাংসদ জীবনের প্রায় দশ বছরের। তবে দেবের চেয়েও বেশি সময় ধরে সংসদে রয়েছেন শতাব্দী রায়। তাঁর ১৫ বছর হয়ে গেল। এবারও তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা প্রবল।