প্রসেনজিৎ ধর, কলকাতা :- মধ্যরাতে তুলকালাম কাণ্ড এনআরএস হাসপাতালে। ইন্টার্ন ডাক্তারদের মারধরের অভিযোগ শ্রমিকদের বিরুদ্ধে। এমনকী জুনিয়র ডাক্তারদের গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে মঙ্গলবার গভীর রাতে এন্টালি থানায় লিখিত অভিযোগও জানান এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের এক মহিলা ইন্টার্ন ডাক্তার। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে পুলিশ। ওই জুনিয়র ডাক্তারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ওই তিনজনই এনআরএস হাসপাতালের নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ করছিল।জানা গিয়েছে, এনআরএস হাসপাতালের একাংশে নির্মাণের কাজ চলছে। স্বাভাবিকভাবেই শ্রমিকরা রয়েছেন সেখানে। মঙ্গলবার রাতে কয়েকজন ইন্টার্ন ডাক্তার ওই নির্মীয়মাণ বিল্ডিংয়ে গিয়েছিলেন। সেখানে ঘোরাঘুরি করছিলেন। সেই সময়ই নাকি কথায় কথায় তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নির্মাণ শ্রমিকরা। অভিযোগ, সেই সময়ই শ্রমিকরা জুনিয়র ডাক্তারদের মারধর করে বলে অভিযোগ। শ্লীলতাহানিও করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। আতঙ্ক ছড়ায় রোগীর পরিবারের মধ্যে।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় এন্টালি থানার পুলিশ। গ্রেপ্তার করা ৩ নির্মাণ শ্রমিককে। আজ অর্থাৎ বুধবার তাদের তোলা হবে আদালতে। এনআরএস হাসপাতালে নিয়মিত দূরদূরান্তের বহু রোগী আসেন। সঙ্গে পরিবারের সদস্যরা থাকেন। যাদের অনেকেই হাসপাতালে থেকে যান। এদিনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত তাঁরাও।
Hindustan TV Bangla Bengali News Portal